Anandabazar ICMR gives sero survey's report to WB govt dgtl ICMR: রাজ্যকে সেরো সার্ভের রিপোর্ট দিল আইসিএমআর, পাঁচ জেলাতে ৫০ শতাংশের বেশি নমুনা পজিটিভ নিজস্ব সংবাদদাতা কলকাতা ৩০ জুলাই ২০২১ ০১:২৬ প্রতীকী ছবি। রাজ্যকে সেরোসার্ভের রিপোর্ট দিল আইসিএমআর। বৃহস্পতিবার এই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের হাতে। কত মানুষের দেহে কোভিডের অ্যান্টিবডি রয়েছে তা দেখতেই সেরো সার্ভে করা হয়। আলিপুরদুয়ার, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর— পশ্চিমবঙ্গের এই পাঁচটি জেলায় সেরোসার্ভে চালিয়েছিল আইসিএমআর। এই পাঁচ জেলার সাধারণ মানুষ এবং স্বাস্থ্যকর্মীদের নমুনা নিয়ে এই সমীক্ষা চালিয়েছিল তারা। রিপোর্টে দেখা গিয়েছে, পাঁচ জেলারই ৫০ শতাংশের বেশি নমুনা পজিটিভ। বাঁকুড়ায় সাধারণ মানুষের নমুনা নিয়ে যে সমীক্ষা করা হয়েছে তাতে সবচেয়ে অ্যান্টিবডি পাওয়া গিয়েছে। ৬৬.৭ শতাংশ নমুনা পজিটিভ। তার পরই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (৬২.২ %), আলিপুরদুয়ার (৫৯.১%), ঝাড়গ্রাম (৫৪.১%)। পাঁচ জেলার মধ্যে সবচেয়ে কম অ্যান্টিবডি পাওয়া গিয়েছে পূর্ব মেদিনীপুরে (৫৩.৯%)। Advertisement Advertisement এই পাঁচ জেলায় স্বাস্থ্যকর্মীদের উপর যে সমীক্ষা চালানো হয়েছিল তাতে দেখা গিয়েছে, আলিপুরদুয়ারে পজিটিভের হার ৮৮%। ঝাড়গ্রামে ৭২.৭ শতাংশ নমুনা পজিটিভ পাওয়া গিয়েছে। Advertisement