Anandabazar Jungle Raj in West Bengal shall not be allowed to harm the Largest Vaccine Drive: Harsh বাংলার জঙ্গল রাজের প্রভাব টিকাকরণের উপর পড়তে দেওয়া যাবে না, তোপ হর্ষ বর্ধনের নিজস্ব সংবাদদাতা কলকাতা ০৩ জুলাই ২০২১ ০১:২৩ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ফাইল ছবি। জাল টিকা-কাণ্ডে এ বার রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। পশ্চিমবঙ্গে ‘জঙ্গল রাজ’ চলছে বলে টুইটে তোপ দাগেন তিনি। হর্ষ বর্ধন লেখেন, ‘বাংলার জঙ্গল রাজের প্রভাব টিকাকরণের উপর পড়তে দেওয়া যাবে না।’ স্বাস্থ্যমন্ত্রী আরও লেখেন, ‘পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল দিল্লি এসেছিলেন। তিনি অভিযোগ করেছেন যে, ভারত সরকারের অনুমোদিত নয় এমন একটি বিকল্প ডিজিটাল প্ল্যাটফর্ম টিকাকরণের জন্য পশ্চিমবঙ্গে ব্যবহৃত হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, ‘একজন ব্যক্তির মাত্রাতিরিক্ত অহং-কে তৃপ্ত করাটা নাগরিক কল্যাণের চেয়ে অগ্রাধিকার পেতে পারে না। এটা উদ্বেগের বিষয়। এমনটা হলে টিকাকরণ সম্পর্কে অবিশ্বাস বাড়বে। টিকা সংক্রান্ত তথ্য যাচাইয়ের ক্ষেত্রেও বাড়বে সমস্যা।’ Advertisement Advertisement দিল্লিতে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে দেখা করেন নন্দীগ্রামের বিধায়ক জাল টিকা-কাণ্ডে ইতিমধ্যেই রাজ্যের রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। জাল টিকাকরণ শিবির নিয়ে গত ২৬ জুন কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু। সেই চিঠির ভিত্তিতেই এই রিপোর্ট তলব করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। এছাড়াও বৃহস্পতিবার দিল্লিতে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে দেখা করেন নন্দীগ্রামের বিধায়ক। এই বিষয়ে হর্ষ বর্ধন শুক্রবার টুইটারে লেখেন, ‘গত সপ্তাহে, কলকাতায় ঠিকাকরণে বড়সড় অনিয়মের অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তার পরে তদন্তের নির্দেশ দেওয়া হয়। আমি আবারও সমস্ত রাজ্য নেতৃত্বের কাছে টিকাকরণকে রাজনীতির বাইরে রাখার অনুরোধ জানাচ্ছি।’ শুক্রবার হর্ষ বর্ধনের সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় অন্যদিকে, শুক্রবার হর্ষ বর্ধনের সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনিও বাংলায় টিকাকরণে নানা অনিয়ম নিয়ে অভিযোগ জানান। আরও পড়ুন