ক্যানাল ই&#x

ক্যানাল ইস্তানবুল প্রকল্প উদ্বোধন করলেন এরদোয়ান | 1047415 | কালের কণ্ঠ


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বসফরাস প্রণালির ওপর চাপ কমাতে নতুন খাল খননের ঘোষণা দিয়েছেন। ক্যানাল ইস্তাম্বুল বসফরাস প্রণালির সমান্তরাল একটি বিশাল জলপথ, যা কৃষ্ণসাগরকে মারমারা সাগর ও ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত করবে। গতকাল শনিবার খালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তুর্কি প্রেসিডেন্ট। অনুষ্ঠানে এরদোয়ান বলেন, আজ আমরা তুরস্কের উন্নয়নের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি। তবে সমালোচকরা অভিযোগ করে বলেছেন, এটি পরিবেশ বিপর্যয় সৃষ্টি করবে। 
এই ৪৫ কিলোমিটার (২৮ মাইল) দীর্ঘ জলপথ কৃষ্ণসাগরকে বৈশ্বিক সামুদ্রিক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করবে, যা ইউরোপীয় ভূ-রাজনীতি এবং শতাব্দীর পর শতাব্দী ধরে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরদোয়ানের নিন্দুকরা অভিযোগ করেন, এই প্রকল্প তুরস্কে পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করবে এবং দেশটিকে অনাবশ্যকভাবে ঋণে জর্জরিত করবে। তবে এরদোয়ান তার বক্তৃতায় এই প্রকল্প বাস্তবায়নে তার দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেছেন। 
বসফরাসের মধ্য দিয়ে যাওয়া জাহাজের সংখ্যা বৃদ্ধিতে চাপ কমানোর কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য ইস্তাম্বুলের (তুরস্কের) নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে দেশকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়া। এই প্রকল্পের সব পর্যায়ে বৈজ্ঞানিক নকশা অনুসরণ করা হচ্ছে।
তুরস্কের বাইরে এই প্রকল্প নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। প্রধানত রাশিয়া প্রকল্পের সমালোচনা করে বলেছে, এই প্রকল্প কৃষ্ণসাগরে ন্যাটোর প্রবেশ সহজ করবে।
সূত্র : আনাদেলু এজেন্সি।
সাতদিনের সেরা

Related Keywords

Black Sea , Oceans General , Oceans , Istanbul , Turkey , Russia , Turkish , , Canal Istanbul Project , Turkey President Recep Erdogan , New Canal , Canal Istanbul , Saturday Canal , Turkish President , Project Turkey , Erdogan Her , Project Black Sea , Kalerkantho Com , Alerkantho , Newspaper , Bangladesh , Ational , Olitica , Sports , Entertainment , கருப்பு கடல் , பெருங்கடல்கள் , இஸ்தான்புல் , வான்கோழி , ரஷ்யா , துருக்கிய , கால்வாய் இஸ்தான்புல் ப்ராஜெக்ட் , புதியது கால்வாய் , கால்வாய் இஸ்தான்புல் , துருக்கிய ப்ரெஸிடெஂட் , ப்ராஜெக்ட் வான்கோழி , போர்ட்ஸ் ,

© 2025 Vimarsana