উইংস লার্নিং সেন্টার আয়োজিত ক্যারিয়ারের জন্য ইংরেজি শীর্ষক উইংস ওয়েবিনার সিরিজের ষষ্ঠ পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ২৫ জুন, রাত ৯টায় এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওয়েবিনারটিতে উপস্থাপক হিসেবে ছিলেন ইসরাত রাহমান নাদিয়া, যিনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল এবং হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন শিক্ষক। ওয়েবিনারের আলোচনায় প্যানেলিস্ট হিসেবে অংশ নেন উইংস লার্নিং সেন্টারের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আশিক সারোয়ার। যিনি একই সঙ্গে ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং স্টেট কলেজ অব হেলথ অ্যান্ড সায়েন্সের ক্যারিয়ার সার্ভিসের ফাউন্ডার ডিরেক্টর, ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের প্রাক্তন শিক্ষক, করপোরেট ট্রেইনার এবং ক্যারিয়ার কোচ। এ ছাড়া ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের লেকচারার দিপ্তি রাহমান, যিনি একই সঙ্গে টেসল সোসাইটি বাংলাদেশের মিডিয়া রিলেশনশিপ এবং পাবলিসিটি সেক্রেটারি। আরো ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশিক্ষক, একাডেমিক প্র্যাকটিশনার এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক তামান্না মাকসুদ। ওয়েবিনারের আলোচনায় বর্তমান ক্যারিয়ারে ইংরেজির গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সেশনে আলোচকরা দৈনন্দিন পাঠদান পদ্ধতি সমূহ সমস্যা এবং এর সমাধানের ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়। ওয়েবিনারে বক্তারা ক্যারিয়ারের বিভিন্ন দিকে ইংরেজির মতো ভাষার ব্যবহার এবং এর কৌশল গত দিক নিয়ে আলোচনা করা হয়। প্রসংগত উইংস লার্নিং সেন্টার প্রতি মাসে দুটি এ ধরনের ওয়েবিনার সেশনের আয়োজন করছে। সাধারণ মানুষের চাহিদার আলোকে সেশনের বিষয় নির্ধারণ করা হয়। এই রকম আরো খবর