প্রতারণা &#x

প্রতারণা করে গ্রাহকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে যুবক | 1050528 | কালের কণ্ঠ


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পল্লী বিদ্যুৎ অফিসের ভুয়া সিল ব‍্যাবহার করে ৬৯ জন গ্রাহকের মাসিক বিলের অর্থ প্রতারণা করে হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে মিলন ইসলাম নামের ১৯ বছরের এক যুবকের বিরুদ্ধে। প্রতারণার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পল্লী বিদ‍্যূত অফিসের অভিযোগের প্রেক্ষিতে মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারক মিলন উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মুনছের আলীর ছেলে।
জানা গেছে, মিলন ইসলাম নামের জনৈক যুবক উপজেলার গছিডাঙ্গা গ্রামের পল্লী বিদ‍্যূতের ৬৯ জন গ্রাহকের নিকট থেকে বিদ্যুৎ অফিসের কর্মচারী পরিচয় দিয়ে তাদের মাসিক বিল পরিশোধের কথা বলে ভুয়া সিল ব‍্যাবহার করে ১২ হাজার ৩৯০ টাকা হাতিয়ে নেয়। গ্রাহকরা ভূরুঙ্গামারী পল্লী বিদ‍্যূত অফিসে খোঁজ নিয়ে জানতে পারে তাদের বিলের টাকা অফিসে জমা হয়নি। এ ঘটনা পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম‍্যানেজার (ডিজিএম) কাওছার আলীকে জানালে তিনি ঘটনার সত‍্যতা পেয়ে থানা পুলিশকে বিষয়টি অবগতি করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মিলন ইসলামকে গ্রেপ্তার করে তার নামে নিয়মিত মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভূরুঙ্গামারী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম কাওছার আলী বলেন, গ্রাহকরা বিষয়টি আমাকে জানালে আমি দ্রুত অফিসে খোঁজ নিয়ে সত‍্যতা পেয়ে থানা পুলিশকে অবগত করি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন পল্লী বিদ্যুৎ অফিসের অর্থ হাতিয়ে নেয়া অভিযুক্ত যুবক মিলন ইসলামকে আটকের সত‍্যতা নিশ্চিত করে বলেন আজ (০৬ জুলাই) সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
এই রকম আরো খবর

Related Keywords

Bhurungamari , Rangpur , Bangladesh , Milan , Lombardia , Italy , Kurigram , Kaosar Ali , District Rural Power Office , Office Search , Customers Bhurungamari Rural Office Search , Hussain Rural Power Office , Bhurungamari Rural Power Office , Rural Power Office , Rural Office , Power Office , Milan Islam , Twister Milan District , Rural John , Monthly Bill Paid , ரங்க்பூர் , பங்களாதேஷ் , மிலன் , லோம்பார்டியா , இத்தாலி , குரிகிராம் , அலுவலகம் தேடல் , கிராமப்புற அலுவலகம் , பவர் அலுவலகம் ,

© 2025 Vimarsana