সরাইলে জম&#x

সরাইলে জমি নিয়ে বিরোধ, দু'পক্ষের সংঘর্ষে আহত ২০ | 1051618 | কালের কণ্ঠ


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকেলে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৭ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হলেন- রজব আলী (৫০), সাবেদ আলী (৪৫), হযরত আলী (৩২), আলফাজ আলী (৫৫), ফিরুজ আলী (৫৫), আছিয়া বেগম (৪০), সাহিদা বেগম (৪৫), সাইফুল্লাহ (২৫), মাহমুদুল (১৭), সোহেল মিয়া (২২), শহিদুল ইসলাম (২০), ইয়াসমিন (৩৫), খাদিছা বেগম (৩৪), সোহেনা (৪৬), আব্দুল হাসিম (৬৫), লিয়াকত আলী (৩৬), সুবিতারা (৩১)। তবে সবাই শঙ্কামুক্ত। 
পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, ইসলামাবাদ গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে রজব আলীর সঙ্গে একই গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে কাসেম মিয়া ও তার ভাই আবু মিয়ার দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যানসহ এলাকায় সর্দাররা বেশ কয়েকবার মীমাংসার চেষ্টা করেন। বৃহস্পতিবার দুপুরে সুরুজ মিয়ার ভাতিজা আলফাজ আলী এলাকার একটি দোকানে গেলে কাসেম মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাসেম মিয়া আলফাজ মিয়াকে মারধোর করেন। এ খবর ছড়িয়ে পড়লে বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। 
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আরিফুজ্জামান হিমেল জানান, আহতদের মধ্যে মোট ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ছয়জনকে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
এই রকম আরো খবর

Related Keywords

Islamabad , Pakistan , Firuz Ali , Suruj Mia , Alfaz Ali , Rajab Ali , Babu Mia , Qasim Mia , Brahmanbaria Sarail , Abdul Hashim , Aslam Hussain , Sohail Mia , Qasim Mia Alfaz , Rashid Mia , Liaquat Ali , Suruj Ali , Aasia Begum , Brahmanbaria Sarail District Noagaon Union Islamabad , Outstanding Brahmanbaria General Hospital Medical , Prophet Ali , Legal Law , இஸ்லாமாபாத் , பாக்கிஸ்தான் , சுருஜ் மியா , ராஜாப் அலி , அப்துல் ஹாஷிம் , அஸ்லம் ஹுசைன் , ரஷித் மியா , லிஅஃஉஅத் அலி , சுருஜ் அலி , ஆசியா பிச்சம் , சட்டப்பூர்வமானது சட்டம் ,

© 2025 Vimarsana