২৪ ধরনের পদে মোট ২৮১ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এই অধিদপ্তর ও এর অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের স্থায়ী শূন্য পদে এসব জনবল (নারী ও পুরুষ) নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন করতে হবে http://dter.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ৩১ জুলাই বিকেল ৫টার মধ্যে। পদের নাম, পদসংখ্যা ও যোগ্যতা ১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (১টি)। যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২৫ ও ৩০। ২. টুলস রুম অ্যাটেনডেন্ট (টিআরএ)-৪টি। যোগ্যতা : সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পাস অথবা এসএসসি (ভোকেশনাল) বা দাখিল (ভোকেশনাল)সহ সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা। ৩. উচ্চমান সহকারী (১০টি), যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি। ৪. ইউডিএ কাম ডাটা প্রসেসর (১টি), যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি। ৫. হিসাবরক্ষক (৭টি), যোগ্যতা : বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। ৬. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (৩টি), যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০। ৭. লাইব্রেরিয়ান (৮টি), যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা। ৮. ড্রাইভার (হেভি/লাইট)-১০টি। যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস। ৯. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৩৫টি), যোগ্যতা : এইচএসসি পাস। ১০. এলডিএ কাম ডাটা প্রসেসর (৫টি), যোগ্যতা : এইচএসসি পাস। ১১. হিসাব সহকারী (২২টি), যোগ্যতা : ব্যবসায় শিক্ষায় এইচএসসি পাস। ১২. ক্যাশিয়ার (২টি), যোগ্যতা : ব্যবসায় শিক্ষায় এইচএসসি পাস। ১৩. সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার (৬টি), যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ। ১৪. সহকারী লাইব্রেরিয়ান (২টি), যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ। ১৫. ল্যাবরেটরি সহকারী (বিজ্ঞান)-৯৮টি, যোগ্যতা : এইচএসসি পাস অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল)। ১৬. ল্যাবরেটরি সহকারী (টেক)-২১টি, যোগ্যতা : এইচএসসি পাস অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল)। ১৭. এলডিএ কাম ক্যাশিয়ার (৩টি), যোগ্যতা : ব্যবসায় শিক্ষায় এইচএসসি পাস। ১৮. এলডিএ কাম টাইপিস্ট (২টি), যোগ্যতা : এইচএসসি পাস। ১৯. ল্যাবরেটরি সহকারী (টেক)-১০টি, যোগ্যতা : এইচএসসি পাস অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল)। ২০. ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর (১টি), যোগ্যতা : এসএসসি পাস অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল)। ২১. ক্যাশ সরকার (৯টি), যোগ্যতা : এইচএসসি পাস। ২২. ইলেকট্রিশিয়ান (১টি), যোগ্যতা : এসএসসি পাস অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল)। ২৩. স্কিল্ডম্যান (১৪টি), যোগ্যতা : গ্লাস ও সিরামিক ট্রেডে এসএসসি (ভোকেশনাল)। ২৪. অফিস সহায়ক (৬টি), যোগ্যতা : এসএসসি পাস। ► নিয়োগ বিজ্ঞপ্তি : dter.teletalk.com.bd/doc/DTER.pdf ► চাকরি আছে ডেস্ক এই রকম আরো খবর