নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস-এর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারকে সমবেদনা জানাতে ঘটনাস্থলে যাচ্ছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ রবিবার (১১ জুলাই) দুপুর ১টায় সেখানে উপস্থিত থাকবেন বলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত থাকবেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফত, রাষ্ট্রচিন্তার অ্যাডভোকেট হাসনাত কাইউম, গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান, মো. ফরিদ উদ্দিন, ছাত্র অধিকার পরিষদের সাদ্দাম প্রমুখ।
এই রকম আরো খবর
Related Keywords