ইরাকের হা&#x

ইরাকের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯২ | 1053380 | কালের কণ্ঠ


ইরাকের দক্ষিণাঞ্চলের নাসিরিয়া শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে। আগুনের ভয়াবহতার কারণে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহতদের মধ্যে হাসপাতালের রোগীর পাশাপাশি মেডিক্যাল স্টাফ, নার্স, এবং ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মী রয়েছেন। এখনো হাসপাতালের ভেতরে অনেক মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।  
পুলিশ বলছে, ত্রুটিযুক্ত তার থেকে ট্যাংকে বিস্ফোরণ হওয়ায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এ ঘটনার জেরে এরই মধ্যে ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ইরাকে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধবিগ্রহ ও সংঘাতে  স্বাস্থ্যব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। এ নিয়ে বিক্ষোভে নেমেছেন ভুক্তভোগীদের স্বজনরা। ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমি এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে  সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। সে সময় হাসপাতালের প্রধানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
নিহতদের মধ্যে অধিকাংশ আগুনে পুড়ে মারা গেছে। গত তিন মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
এই রকম আরো খবর

Related Keywords

Iraq , , Iraq Hospital , Iraq South City , Medical Staff , Iraq Prime Minister Mustafa , இராக் , மருத்துவ ஊழியர்கள் , இராக் ப்ரைம் அமைச்சர் மஸ்டேஃபா ,

© 2025 Vimarsana