কোরবানির &#x

কোরবানির বর্জ্য পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দেওয়ার | 1055572 | কালের কণ্ঠ


কোরবানির বর্জ্য নির্ধারিত স্থান ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দিতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র শেখ ফজলে নূর তাপস।
আজ বুধবার (২১ জুলাই) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তিনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলেও এসময় আশাবাদ ব্যক্ত করেন মেয়র তাপস।
ঢাদসিক মেয়র বলেন, 'ঢাকাবাসীর প্রতি নিবেদন করব, আপনারা অত্যন্ত সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন, কোরবানি দেবেন। আমাদের পরিচ্ছন্নতাকর্মী, বর্জ্য সংগ্রহকারীর বিশাল জনবল আজ থেকে কাজ করবে। আপনাদের কোরবানির বর্জ্য তাদের হাতে দেবেন, যাতে আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা শহর থেকে সকল বর্জ্য অপসারণ করতে পারি। একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী যেন ঢাকাবাসীকে উপহার দিতে পারি।' 
শেখ তাপস বলেন, 'ত্যাগের মহিমায় আজ দেশব্যাপী ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আমি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ ঢাকাবাসী ও দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।'
এর আগে নামাজ শেষে বায়তুল মোকাররমের খতিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ অগাস্ট কালরাতে শাহাদাত বরণকারী সব শহীদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
জাতীয় মসজিদের খতিব এ সময় করোনাভাইরাসের কবল থেকে বিশ্ববাসীর মুক্তি কামনায় মহান আল্লাহ তাআলার রহমত প্রার্থনা এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
এ সময় অন্যদের মধ্যে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষস্থানীয় কর্মকর্তা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান এবং ঢাদসিক মেয়রের দুই ছেলে শেখ ফজলে নাওয়াল ও শেখ ফজলে নাশওয়ান প্রমুখ ঢাদসিক মেয়রের সাথে ঈদের প্রথম জামাতে  নামাজ আদায় করেন। 
এই রকম আরো খবর

Related Keywords

Dhaka , Bangladesh , Eid Adha , Kazi Morshed Hussain , Eid Mubarak , Eid Azhar , Express , Islamic Foundation , National Mosque Temple Mukarram Eid , City Corporation , South City Corporation , Mayor Sheikh , Mayor Tapas , City May , Sheikh Tapas , Eid Adha Friday Being , His Majesty President , Prime Minister Dhaka , Mujib Rahman August , Prime Minister Sheikh , Editor Kazi Morshed Hussain Plans , South City Corporation Secretary , டாக்கா , பங்களாதேஷ் , எய்ட் முபாரக் , எக்ஸ்பிரஸ் , இஸ்லாமிய அடித்தளம் , நகரம் நிறுவனம் , தெற்கு நகரம் நிறுவனம் , நகரம் இருக்கலாம் , ப்ரைம் அமைச்சர் ஷேக் ,

© 2025 Vimarsana