আজ বিকেলে &#

আজ বিকেলে দিল্লি যাবেন মমতা | 1056764 | কালের কণ্ঠ


পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিজেপিকে বিপুল ব্যবধানে হারানোর পর এই প্রথম আজ সোমবার দিল্লি যাচ্ছেন মমতা ব্যানার্জি। বিকেলে তার দিল্লি পৌঁছানোর কথা।
পেগাসাস-কাণ্ড থেকে পেট্রল-ডিজেলের চড়া দাম— গত এক সপ্তাহ ধরে এমন বিভিন্ন বিষয় নিয়ে উত্তপ্ত রাজধানীর রাজনীতি। কার্যত অচল সংসদ। 
নরেন্দ্র মোদি সরকার বনাম তৃণমূল-সহ বিরোধীদের এই সংঘাতপূর্ণ আবহে চলতি সপ্তাহের প্রায় পুরোটাই দিল্লিতে থাকবেন তৃণমূলনেত্রী মমতা। 
কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধী, এনসিপি নেতা শরদ পওয়ার-সহ শীর্ষ বিরোধী নেতাদের অনেকের সঙ্গে তার কথা বলার কর্মসূচি রয়েছে। 
আনুষ্ঠানিকভাবে এখনই বিরোধী বৈঠক না-হলেও, মমতার সঙ্গে দেশের শীর্ষ স্থানীয় বিরোধী নেতাদের এই সব দেখা-সাক্ষাৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নিরিখে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সব কিছু ঠিক থাকলে কাল মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেখানে রাজ্যের বিভিন্ন দাবিদাওয়ার কথা উঠতে পারে। এছাড়া সাক্ষাৎ হতে পারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও। চার দিনের সফরে রবিবারই কোবিন্দ কাশ্মীরে পৌঁছেছেন। তাই তিনি দিল্লি ফেরার পরে মমতার সঙ্গে তার সাক্ষাতের সময় চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে।
এই রকম আরো খবর

Related Keywords

Delhi , India , New Delhi , Gandhi , Narendra Modi , Lok Sabha , Bengal Assembly , West Bengal Assembly , Monday Delhi , Her Delhi , Totally New Delhi , Tuesday Prime Minister Narendra Modi , டெல்ஹி , இந்தியா , புதியது டெல்ஹி , காந்தி , நரேந்திர மோடி , லோக் சபா , பெங்கல் சட்டசபை , மேற்கு பெங்கல் சட்டசபை , திங்கட்கிழமை டெல்ஹி , செவ்வாய் ப்ரைம் அமைச்சர் நரேந்திர மோடி ,

© 2025 Vimarsana