mars combust: সূর্যে

mars combust: সূর্যের কাছাকাছি মঙ্গল, নভেম্বর পর্যন্ত সতর্ক থাকা জরুরি এই ৫ রাশির জাতকের

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: ১৭ অগাস্ট থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সূর্যের কাছাকাছি থাকবে মঙ্গল। এই সময়ের মধ্যে আগামী ৬ সেপ্টেম্বর সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ২২ অক্টোবর কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করবে সে। জ্যোতিষশাস্ত্র অনুসারে সব গ্রহের সেনাপতি বলে মনে করা হয় মঙ্গলকে। কোনও গ্রহ এক রাশি ছেড়ে অন্য রাশিতে প্রবেশ করার সময় যদি সূর্যের কাছাকাছি এসে পড়ে তাহলে সূর্যের প্রভাব পড়ে সেই গ্রহটির উপরে। এর প্রভাব, যাঁদের জন্মছকে মঙ্গল শক্তিশালী, তাঁদের জীবনে ভালো হলেও, যাঁদের জন্মছকে মঙ্গল দুর্বল, তাঁদের জন্য খারাপ সময় নিয়ে আসবে। মঙ্গল আগামী ২৯ নভেম্বর পর্যন্ত সূর্যের কাছাকাছি থাকবে। এর প্রভাবে কোন কোন রাশির জাতকদের সাবধান থাকতে হবে তা জেনে নিন।

Related Keywords

Mars Sun , , Star Aries , Scorpio Star , Image Branded , Star Mars , স র য ক ছ মঙ গল , Wars Is Setting , Mars Combust , Ffect On Zodiac Signs ,

© 2025 Vimarsana