mercury is coming in gemini, these 5 zodiac signs will have a special effect মিথুন রাশিতে প্রবেশ করছে বুধ, ৭ জুলাই থেকেই ভাগ্য বদলাতে চলেছে এই ৫ রাশির Shramana Ray | EiSamay.Com | Updated: 06 Jul 2021, 01:38:52 PM Subscribe ৭ জুলাই অবস্থান পরিবর্তন করে বৃষ ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহ। বুধ হল শিক্ষা ও বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণকারী গ্রহ। বুধের অবস্থান পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতকদের উপর প্রভাব পড়বে জেনে নিন।
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: জ্যোতিষশাস্ত্র অনুসারে নবগ্রহের অবস্থানে জুলাই মাসে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। চলতি জুলাই মাস জ্যোতিষশাস্ত্র অনুসারে এক বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছে। নবগ্রহের মধ্যে রাজা যেমন বৃহস্পতি, তেমন রাজপুত্র মনে করা হয় বুধকে। আগামী ৭ জুলাই বুধবার মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ গ্রহ। মিথুন রাশির অধিপতি হল বুধ। তাই বুধের এই অবস্থান পরিবর্তনের প্রভাব পড়তে চলেছে পাঁচটি রাশির জাতকদের উপরে। বৃষ থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ। ৭ জুলাই সকাল ১০টা ৫৯ মিনিটে নিজের অবস্থান পরিবর্তন করতে চলেছে বুধ। এরপর আগামী ২৫ জুলাই মিথুন ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে বুধ। মেষ রাশি মেষ রাশির জাতকদের উপর বুধ গ্রহের অবস্থান পরিবর্তনের বিশেষ প্রভাব পড়তে চলেছে। বিশেষ করে পেশাগত জীবনে বড় সাফল্য পেতে চলেছেন মেষ রাশির জাতকরা। কঠোর পরিশ্রমের সুফল পেতে চলেছেন এঁরা। আপনি যদি মেষ রাশির জাতক হন, তাহলে বুধের অবস্থান পরিবর্তনের ফলে আপনার মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পাবে। ভাগ্যও আপনার সঙ্গে থাকবে। বুধের অবস্থান পরিবর্তনের শুভ প্রভাব পড়বে মেষের জাতকদের বিবাহিত জীবনেও। প্রতি বুধবার বিষ্ণু সহস্রনাম জপ করলে আরও লাভবান হবেন। মিথুন রাশি মিথুন রাশিতেই প্রবেশ করতে চলেছে বুধ। তাই বুধের অবস্থান পরিবর্তনের বিশেষ শুভ ফল পেতে চলেছেন মিথুন রাশির জাতকরা। বিবাহিত দম্পতিরা সন্তানসুখ লাভ করতে পারেন। পরিবারে সুখ ও সমৃদ্ধি বাড়বে। অংশীদারিত্বের ব্যবসায় যাঁরা যুক্ত, তাঁদের জন্যও এই সময়টা বিশেষ ভাবে মঙ্গলজনক। ব্যবসায় সাফল্য পাবেন। যাঁরা চাকরির খোঁজ করছেন, এই সময় তাঁরা নতুন চাকরির খোঁজ পেতে পারেন। প্রেমের জীবনেও জোয়ার আসবে। জীবনে আরও সাফল্য পেতে প্রতি বুধবার দুটো বোঁদের লাড্ডু দিয়ে গণেশের পুজো করুন। সিংহ রাশি বুধের অবস্থান পরিবর্তনের শুভ প্রভাব পড়তে চলেছে সিংহ রাশির জাতকদের জীবনে। বিভিন্ন সূত্র থেকে অর্থাগম হবে আপনার। কাউকে টাকা ধার দিয়ে থাকলে এই সময় তা ফেরত পাবেন। টাকা রোজগারের আরও নতুন পথ খুলে যাবে আপনার সামনে। কোনও আংশিক সময়ের কাজ শুরু করতে পারেন। অসম্পূর্ণ কাজ এই সময়ে সহজেই শেষ করে ফেলতে পারবেন। ভাইবোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আরও সাফল্য পাওয়ার জন্য প্রতি বুধবার সবুজ পাতাওয়ালা শাকসবজি দান করুন। তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক হন, তাহলে বুধের অবস্থান পরিবর্তন আপনার জীবনে বিশেষ শুভ সময় নিয়ে আসতে চলেছে। জীবনে সব কাজে সাফল্যের স্বাদ পাবেন আপনি। বিদেশ যাওয়ার যোগ হতে পারে। পরিবারের জন্য অনেক জিনিসপত্র কিনবেন আপনি। এই সময় বিভিন্ন ভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যুক্ত হবেন তুলা রাশির জাতকরা। বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের কাছ থেকে সাহায্য পাবেন। এই সময় জীবনে বিশেষ কিছু অর্জন করবেন আপনি। আরও সাফল্য পেতে প্রতি বুধবার গোরুকে পালংশাক খাওয়ান। মীন রাশি মীন রাশির জাতকদের জন্য বুধের অই অবস্থান পরিবর্তন বড় সাফল্য নিয়ে আসতে চলেছে। পরিবারের সঙ্গে কোয়ালিটি সময় কাটানোর সুযোগ পাবেন আপনি। আপনার জীবনে এমন কেউ আসতে চলেছে, যে সুখ আর খুশিতে আপনার জীবন ভরিয়ে দেবে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা নতুন প্রজেক্টের কাজ শুরু করবেন। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন। তবে বিবাহিত জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। কোনও বিষয়ে অতিরিক্ত চাপ নেবেন না। জীবনে সার্বিক সুখ ও সমৃদ্ধির জন্য প্রতি বুধবার শ্রীবিষ্ণুর আরাধনা করুন। Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ টাটকা খবরের আপডেট পেতে EI Samay ফেসবুক পেজ লাইক করুন মন্তব্য করুন এই বিষয়ে আরও পড়ুন