Mukul Roy: তৃণমূলে

Mukul Roy: তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল? তুঙ্গে জল্পনা - mukul roy likely to become tmc vice president


mukul roy likely to become tmc vice president
তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল? তুঙ্গে জল্পনা
Souradip Samanta | EiSamay.Com | Updated: 14 Jun 2021, 03:17:00 PM
Subscribe
তৃণমূলে যোগদানের পর গুরুত্ব বাড়তে চলেছে মুকুল রায়ের (Mukul Roy)। তৃণমূলের সর্বভারতীয়-সহ সভাপতি করা হতে পারে মুকুলকে। এমন জল্পনাই চলছে রাজ্য রাজনীতিতে।
 
হাইলাইটস
তৃণমূলে প্রত্যাবর্তনের পর গুরুত্ব বাড়তে চলেছে মুকুল রায়ের (Mukul Roy)
গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে মুকুলকে
সূত্র মারফৎ জানা যাচ্ছে, তৃণমূলের সর্বভারতীয়-সহ সভাপতি করা হতে পারে মুকুলকে
এই সময় ডিজিটাল ডেস্ক: তৃণমূলে প্রত্যাবর্তনের পর গুরুত্ব বাড়তে চলেছে মুকুল রায়ের (Mukul Roy)। গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে মুকুলকে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, তৃণমূলের সর্বভারতীয়-সহ সভাপতি করা হতে পারে মুকুলকে। তৃণমূলের একদা সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন মুকুল।
প্রত্যাবর্তনের পর তৃণমূলে কোন পদে থাকবেন মুকুল? মুকুলকে কী দায়িত্ব দেওয়া হবে? ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'এই নিয়ে দল সিদ্ধান্ত নেবেন'। একইসঙ্গে মমতা বলেন, 'ও আগের মতোই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন। কোনও সমস্যা নেই। তৃণমূল কালেক্টিভ দল'।
তৃণমূলে যোগ দেওয়ার পরই শনিবার নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন মুকুল রায়। সেই বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। অন্যদিকে, আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে ঘাসফুল শিবির। অন্য রাজ্যে দলের বিস্তারে জোর দিতে চায় তৃণমূল। এই লক্ষ্যে মুকুলকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর।
মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'ঘরের ছেলে ঘরে ফিরল'।মুকুলের প্রত্যাবর্তন প্রসঙ্গে মমতা আরও বলেন, ' দল আমাদের শক্তিশালী। আমরা ঐতিহাসিক জয় পেয়েছি। মুকুল মানসিক শান্তি পেল। মুকুল আমাদের ঘরের ছেলে। ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। BJP করা যায় না। BJP-তে অনেক শোষণ'। মুকুল প্রসঙ্গে মমতা আরও বলেন, 'মুকুল স্বেচ্ছায় দলে ফিরেছে। মুকুল কখনও খারাপ কথা বলেননি'। একইসঙ্গে মমতা বলেন, 'গদ্দারদের দলে নেব না'। তবে আগামী দিনে আরও অনেকে তৃণমূলে ফিরবেন বলে জানিয়ে দিলেন মমতা। অন্যদিকে, মুকুল বলেন, 'তৃণমূলে ফিরে ভালো লাগছে'।
এদিকে, BJP ছেড়ে তৃণমূলে যোগ দিলেও বিধায়ক পদ ছাড়বেন কি না, তা খোলসা করলেন না মুকুল রায়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নেবেন বলে জানিয়েছেন তিনি। গত শুক্রবার মুকুল রায় সপুত্র তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও এখনও বিধায়ক পদ ছাড়েননি মুকুল। বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসনে মুকুল তৃণমূলের কৌশানী মুখোপাধ্যায়কে পরাজিত করেন।
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
টাটকা খবরের আপডেট পেতে EI Samay ফেসবুক পেজ লাইক করুন
মন্তব্য করুন
এই বিষয়ে আরও পড়ুন

Related Keywords

Krishnanagar , West Bengal , India , Lok Sabha , Krishnanagara Assembly , , Old Is Always Gold , ম ক ল র য় , Est Bengal News , Mukul Roy Tmc , Mukul Roy , Tukul , Google News , கிருஷ்ணநகர் , மேற்கு பெங்கல் , இந்தியா , லோக் சபா ,

© 2025 Vimarsana