Nearly 100 workers join Forward Bloc : vimarsana.com

Nearly 100 workers join Forward Bloc


Anandabazar
Forward Bloc: কংগ্রেস থেকে ফ ব-য় যোগ
নিজস্ব সংবাদদাতা
কলকাতা ১৭ জুলাই ২০২১ ০৬:৩৩
ফরওয়ার্ড ব্লকে যোগদান। হেমন্ত বসু ভবনে।
—নিজস্ব চিত্র।
ফরওয়ার্ড ব্লক ডাক দিয়েছে ‘নেতা নয়, কর্মী চাই’। সেই অভিযানের অংশ হিসেবে শুক্রবার ফ ব-য় যোগ দিলেন রাজাবাজার অঞ্চলের কংগ্রেস নেতা শাহিদ ওয়ারসি ও তাঁর সমর্থকেরা। শাহিদের দাবি, তিনি মধ্য কলকাতায় কংগ্রেসের সংখ্যালঘু শাখার নেতা ছিলেন। তাঁর সঙ্গে প্রায় ১০০ জন যোগ দিয়েছেন ফ ব-য়। তাঁদের হাতে ফ ব-র পতাকা তুলে দেন দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। ফ ব-র রাজ্য দফতর হেমন্ত বসু ভবনে এ দিনের যোগদান অনুষ্ঠানে ছিলেন দলের কলকাতা জেলা সম্পাদক জীবনপ্রকাশ সাহা, অশনি সাহা, সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
Advertisement

Related Keywords

Calcutta , West Bengal , India , Naren Chatterjee , Shahid Warsi , Sudeep Banerjee , Calcutta Congress , , State Editor Naren Chatterjee , State Office , Bose Building , Calcutta District Editor Saha , கால்குட்டா , மேற்கு பெங்கல் , இந்தியா , நாரென் சாட்டர்ஜி , ஷாஹித் வார்சி , சூடீப் பானர்ஜி , கால்குட்டா காங்கிரஸ் , நிலை அலுவலகம் ,

© 2025 Vimarsana