নাম নিয়ে ব&#

নাম নিয়ে বিতর্কে সৃজিত-শিলাজিৎ


নাম নিয়ে বিতর্কে সৃজিত-শিলাজিৎ
প্রকাশিত: ১৩:৪৯, ২৭ জুন ২০২১  
আপডেট: ১৩:৫০, ২৭ জুন ২০২১
নির্মাতা সৃজিত মুখার্জি ‘এক্স ইক্যুয়ালস টু প্রেম’ নামে নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। কিন্তু সিনেমাটির নাম নিয়ে তৈরি হয়েছে বিভ্রাট। কারণ ২১ বছর আগে এই নামে কলকাতার সংগীতশিল্পী শিলাজিৎ মজুমদার একটি গানের অ‌্যালবাম প্রকাশ করেন। এ নিয়ে বিতর্কে জড়িয়েছেন সৃজিত-শিলাজিৎ।
সৃজিতের সিনেমার পোস্টার প্রকাশ করার পর, বিষয়টি নিয়ে জলঘোলা করেন নেটিজেনরা। তারপর বিষয়টি আমলে নেন শিলাজিৎ। ইঙ্গিতপূর্ণভাবে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে ভারতীয় সংবাদমাধ‌্যম তার সঙ্গে যোগাযোগ করলে তার কণ্ঠে শোনা যায় অভিমানের সুর। এই শিল্পী বলেন, ‘আমি খুশি। বিখ্যাত মানুষেরা আমার দেওয়া নাম ব্যবহার করছেন, তার মানে আমার মতো ছোট গীতিকার এখনো তাদের মাথার মধ্যে বাস করে। সৃজিতের সিনেমায় আমার মস্তিষ্কপ্রসূত নাম ব্যবহার করার জন্য কোনো কৃতিত্ব চাই না। তার কাছ থেকে কোনো টাকাপয়সাও চাই না।’
এর আগে সৃজিতের সঙ্গে কাজ করেছেন শিলাজিৎ। তা স্মরণ করে তিনি বলেন, ‘‘হেমলক সোসাইটি’-এর সময় সেই পরিচালক (সৃজিত) ততটাও বিখ্যাত হননি। তাই নিজের দ্বিতীয় সিনেমার গান গাওয়ানোর জন্য আমার কাছে এসেছিলেন। কিন্তু এখন তো তিনি বিশাল বড় মাপের মানুষ। আমার প্রয়োজন কেন পড়বে? আমার অ্যালবামের নাম নিয়েও তো আমাকে কিছু জানাননি। কেনই বা জানাবেন!’
‘এক্স ইক্যুয়ালস টু প্রেম’ সিনেমার নাম ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনে জমা দেন, সেখান থেকে কোনো আপত্তি পাননি। আর তারপরই মূলত সিনেমার এই নামকরণ করেন সৃজিত। উদাহরণ টেনে সৃজিত ভারতীয় সংবাদমাধ‌্যমে বলেন, ‘‘গ্যাংস্টার’ সিনেমার জন‌্য গীতিকার প্রসেন ‘তোমাকে চাই’ গান লিখেছিলেন। ২০১৭ সালে ‘তোমাকে চাই’ নামে একটি সিনেমাও নির্মিত হয়। তখন প্রযোজকরা কি কবীর সুমনের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন? এটা তো একটা শব্দবন্ধ। সেটা যে কেউ ব্যবহার করতে পারেন। এটা নিয়ে কারো কোনো অসুবিধা থাকতে পারে না। কারণ বাংলা ভাষার শব্দের উপর কারো স্বত্ত্ব নেই।’’
এরপরও সৃজিত সংগীতশিল্পী শিলাজিতের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেছিলেন। কিন্তু তিনি ফোন ধরেননি বলে জানিয়েছেন সৃজিত।
ঢাকা/শান্ত
সম্পর্কিত বিষয়:

Related Keywords

India , Calcutta , West Bengal , Kabir Suman , Silajit Majumder , Facebook , Calcutta Singer Silajit Majumder , India Her , Name Eastern India Motion Pictures , ন ম , இந்தியா , கால்குட்டா , மேற்கு பெங்கல் , கபீர் சுமன் , சிலாஜித் மஜும்தேர் , முகநூல் , இந்தியா அவள் ,

© 2025 Vimarsana