বরগুনায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ বরগুনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম প্রকাশিত: ০৯:৪৯, ২৮ জুন ২০২১ আপডেট: ০৯:৫৬, ২৮ জুন ২০২১ বরগুনা জেলায় আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জনগণের মধ্যে নেই সচেতনতা। স্থানীয়রা বলছেন, এখনই পদক্ষেপ না নেওয়া হলে শিগগিরই করোনার উচ্চঝুঁকিপূর্ণ জেলার তালিকায় যুক্ত হবে বরগুনা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ১ জুন থেকে ২৭ জুন দুপুর পর্যন্ত ৯৮ জন রোগী শনাক্ত হয়েছে। এতে জেলার মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৬। যেখানে ১ মে থেকে ৩০ মে পর্যন্ত এক মাসে আক্রান্ত ছিলেন ৫৯ জন। করোনার অতিসংক্রমণের কারণে গত ৯ এপ্রিল বরগুনা জেলার ৫টি উপজেলার ২৯টি ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়। কিন্তু ২ জুন ফের নির্বাচনের তারিখ ঘোষণা করে ২৩ জুন ভোট হয়। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনে প্রচার ও ভোট গ্রহণের ক্ষেত্রে কোনোরকম স্বাস্থবিধি মানা হয়নি। এমনকি কেন্দ্রে মাস্ক পরিধানেও বাধ্যবাধকতা ছিল না। সচেতন নাগরিকদের সংগঠন বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক বলেন, বরগুনা জেলায় যে হারে করোনার সংক্রমণ হচ্ছে তা আশঙ্কাজনক। নির্বাচনে ন্যূনতম স্বাস্থ্যবিধি মানা হয়নি। মানুষ মাস্ক ব্যবহার করছে না। বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিয়মিত সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছি। নিয়মিত নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে আসছেন। কাশেম/টিপু আরো পড়ুন