খাবারের ব&#x

খাবারের ব্যাগ হাতে অসহায়দের বাড়ি বাড়ি যাচ্ছেন রাসেল


খাবারের ব্যাগ হাতে অসহায়দের বাড়ি বাড়ি যাচ্ছেন রাসেল
এ.কে. সাজু || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:২৪, ৫ জুলাই ২০২১  
আপডেট: ০৯:৩১, ৫ জুলাই ২০২১
খাবারের ব‌্যাগ হাতে রাসেল
আশরাফুল ইসলাম একজন দিনমজুর। তার ঘরে অভাব নিত‌্যসঙ্গী।
করোনা প্রতিরোধে ৭ দিনের চলমান লকডাউনে বেকার হয়ে পড়েন আশরাফুল। কাজ নেই, অন‌্যদিকে ঘরে নেই জমানো খাবার। ধার-দেনা করে তিন দিন চললেও পরের দিন আর তার বাড়িতে চুলা জ্বলেনি। পরিবার নিয়ে খুব চিন্তায় পড়েছিলেন আশরাফুল। কী করবেন? কীভাবে কী হবে কিছুই ভেবে পাচ্ছিলেন না তিনি।
এমন সময় (রোববার দুপুরে) হঠাৎ রাসেল মাহমুদ এক যুবক তার বাড়িতে হাজির। হাতে একটি বাজারের ব্যাগ ও মুরগী। আশরাফুলের হাতে ব‌্যাগটি দিয়ে বলেন এটি আপনার জন্য। এমন অসহায় মানুষকে খুঁজে-খুঁজে হাতে খাবারের ব্যাগ তুলে দিচ্ছেন রাসেল।
রাসেল মাহমুদ ধামইরহাট মানবসেবা নামে একটি সামাজিক সংগঠনের সভাপতি। রোববার (৪ জুলাই) নওগাঁর ধামইরহাট উপজেলার ২৫ অভাবী মানুষের মাঝে খাবার পৌঁছে দিয়েছেন তিনি। তার এই কাজে সহযোগিতা করেছেন ধামইরহাট মানবসেবা সংগঠনের সদস্যরা।
তার দেওয়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে—একটি মুরগী, তেল, পেঁয়াজ, রসুন, ডাল, শাক, লাউ, পটল, তরই। 
উপজেলার আলমপুর ইউনিয়নের শিববাটি গ্রামের উপকারভোগী আশরাফুল ইসলাম বলেন, ‘ব্যাগ হাতে ওই যুবক আমার বাড়ি আসে। এরপর তার হাতে থাকা বাজারভর্তি ব‌্যাগটি আমার হতে তুলে দেয়। এরপর বলে, এটি আপনার জন্য। বাজারভর্তি ব‌্যাগ দেখে আমি প্রথমে খুব অবাক হই। আমি প্রথমে বিশ্বাস করতে পারি নাই। কারণ এই যুগে এমন মানুষ পৃথিবীতে বিরল। এই ব্যাগটিতে যে সদায় (বাজার) আমাকে দিয়েছে, তা আমার কতটা প্রয়োজন, আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ তার ভালো করবে।’
রাসেল মাহমুদ বলেন, ‘কোনো কিছু পাবার আশায় নয়, আমরা যা কিছু করছি মানুষের কিছুটা উপকার হবে এই আশা নিয়ে করেছি। আমাদের সামান্য এই সহযোগিতায় যদি একটি পরিবারের মুখেও হাঁসি ফোটাতে পারি, তা হলে সেটিই হবে আমাদের স্বার্থকতা।’
ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গনপতি রায় জানান, করোনা প্রতিরোধে ৭ দিনের চলমান লকডাউনে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। যেসব মানুষ প্রতিদিনের আয়ে সংসার চালাতেন তাদের সমস‌্যার সীমা নেই। শুধুমাত্র সরকারের পক্ষ থেকে এই বিশাল জনগোষ্ঠীকে সহযোগিতা করা খুব কঠিন। তাই এভাবে যে যার অবস্থানে থেকে যদি দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো যায়, তবে আমরা সকলেই ভালো থাকবো। রাসেল মাহমুদের মতো তরুণরা এমন কাজে এগিয়ে আসবে বলে আশা করি। তিনি তার সংগঠনের পক্ষ থেকে যেসব কাজ করছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি চাইলে তার এমন কাজে প্রশাসনের সহযোগিতা থাকবে।
নওগাঁ/বুলাকী  

Related Keywords

Russell Mahmud , Ashraful Islam , Russellr Dhamoirhat , District Union , While Morrowr Her , Naogaon Dhamoirhat District , Allah Her , Stand Available , ரஸ்ஸல் மஹ்மூத் , அஷ்ரப்பினுள் இஸ்லாம் , மாவட்டம் தொழிற்சங்கம் ,

© 2025 Vimarsana