অভিষেক-ঐশ&#x

অভিষেক-ঐশ্বরিয়া বিয়ে ভাঙতে হাতের শিরা কাটেন জানভি


অভিষেক-ঐশ্বরিয়া বিয়ে ভাঙতে হাতের শিরা কাটেন জানভি
প্রকাশিত: ০৮:২৩, ৬ জুলাই ২০২১  
আপডেট: ০৮:৩৩, ৬ জুলাই ২০২১
অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ের দিন হাতের শিরা কাটেন জানভি (ডানে)
বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চন। ব্যক্তিগত জীবনে অনেক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে তার। এ তালিকায় রয়েছেন—রানি মুখার্জি, কারিশমা কাপুর প্রমুখ। কারিশমা কাপুরের সঙ্গে অভিষেকর বাগদানও সম্পন্ন হয়েছিল। কিন্তু চার মাসের মাথায় ভেঙে যায় এ জুটির সম্পর্ক।
পরবর্তীতে প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার সঙ্গে বিয়ে চূড়ান্ত হয় অভিষেক বচ্চনের। ২০০৭ সালের ১৪ জানুয়ারি বাগদান সারেন তারা। একই বছরের ২০ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। কিন্তু বিয়ের দিন এক অভিনেত্রী অভিষেকের প্রথম স্ত্রী বলে নিজেকে দাবি করেন। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত অভিষেকের বাড়ি ‘প্রতীক্ষা’-এর বাইরে দাঁড়িয়ে এই বিয়ে ভাঙার চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এমনটাই জানিয়েছে।
অভিষেক বচ্চনের সঙ্গে জানভি কাপুর
এই অভিনেত্রীর নাম জানভি কাপুর। শ্রীদেবীর বড় মেয়ে জানভির কল্যাণে এই নাম বলিউডে খুব পরিচিতি পেলেও এই জানভি কাপুর অন্যজন। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ততটা পরিচিত নন তিনি। মাত্র কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে। তাও পার্শ্বচরিত্রে। অভিষেকের সঙ্গেও একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘দাস’ সিনেমায় অভিষেকের একটি নাচের দৃশ্যে পেছনের সারিতে দেখা যায় তাকে। এর দুই বছর পর অভিষেক বিয়ে করেন ঐশ্বরিয়াকে।
বিয়ের রাতে বরযাত্রী বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আর অভিষেক ঘোড়ায় চেপে বসার তোড়জোড় করছিলেন, ঠিক তখন বরযাত্রীর ভিড়ের মাঝে হাজির হন জানভি। নিজের হাতের শিরা কেটে ফেলেন। রক্তাক্ত অবস্থায় অভিষেককে নিজের স্বামী দাবি করেন তিনি। এমন ঘটনার পর উপস্থিত অতিথিদের মধ্যে কানাঘুষা শুরু হয়। জানভি জানান, ‘দাস’ সিনেমার সেটে তার সঙ্গে অভিষেকের বন্ধুত্বের সূচনা। অভিষেক-জানভির মধ্যে ব্যক্তিগত ফোন নাম্বারও আদানপ্রদান হয়েছিল। ফোন, ই-মেইলে তারা কথা বলতেন। পরস্পরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অভিষেক তাকে সিঁদুর পরিয়ে বিয়েও করেছিলেন বলে দাবি করেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে তুলকালাম হলেও মুখে কুলুপ এঁটেছিল বচ্চন পরিবার।
বর-কনের সাজে ঐশ্বরিয়া, অভিষেক
এ পরিস্থিতিতে পুলিশ জানভিকে থানায় নিয়ে যায় এবং তাকে সাহায্যের আশ্বাস দেয়। এ অভিনেত্রীর কাছে বিয়ের কাগজ বা প্রমাণ চায় পুলিশ। কিন্তু জানভি কোনো প্রমাণ দিতে পারেননি। বিষয়টি ঐশ্বরিয়ার কানেও পৌঁছেছিল। তবে বুদ্ধিমতী ঐশ্বরিয়া এ নিয়ে কোনো মন্তব্য করেননি। বরং সমস্ত রীতি মেনে ওই দিনই বিয়ে করেন অভিষেককে। পরবর্তীতে এ নিয়ে প্রশ্ন করা হলে অমিতাভ-অভিষেক বিষয়টিকে মনগড়া বলে উড়িয়ে দেন। তাদের দাবি—পরিচিতি পাওয়ার জন্যই জানভি এ কাজ করেছিলেন।
ঢাকা/শান্ত
সম্পর্কিত বিষয়:
আরো পড়ুন  

Related Keywords

Mumbai , Maharashtra , India , Abhishek Bachchan , Queen Mukherjee , Belle Aishwarya , Bollywood Shah Amitabh Bachchan , , World Belle Aishwarya , Actress Name Kapoor , Name Bollywood , Introduction June , State Abhishek , Introduction Power , மும்பை , மகாராஷ்டிரா , இந்தியா , அபிஷேக் பச்சன் , பெயர் பாலிவுட் ,

© 2025 Vimarsana