সিলেটে 'ভু&#

সিলেটে 'ভুয়া সাংবাদিকের' বিরুদ্ধে পুলিশের মামলা


সিলেটে ‘ভুয়া সাংবাদিকের’ বিরুদ্ধে পুলিশের মামলা
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৫:৩৭, ১২ জুলাই ২০২১  
আপডেট: ০৮:৪৬, ১২ জুলাই ২০২১
সিলেটে ‘পিকে টিভি’ নামে ফেসবুক পেজে পুলিশ সার্জেন্টকে হুমকি-ধমকি দিয়ে লাইভ করা সেই ‘সাংবাদিক’ পরিচয়ধারী ফয়সল কাদিরের (৪০) বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (১১ জুলাই) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন সার্জেন্ট মো. নুরুল আফসার।
মামলায় ফয়সল কাদিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্যাহ তাহের মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেন।
বিস্তারিত বিষয়ে অনুসন্ধানের পর আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাকে গ্রেপ্তারের চেষ্টাও চলছে বলে জানান তিনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শনিবার (০৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা গেইট বাইপাস মোড়ে সার্জেন্ট নুরুল আফসার ভূইয়া চেকপোস্ট ডিউটি পালন করছিলেন। তখন শহরমুখী হেলমেটবিহীন তিন আরোহীসহ একটি মোটরসাইকেল আটকান তিনি।’
এসময় চালক ফয়সল কাদিরকে গাড়ির কাগজপত্র দেখাতে বললে এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর কারণ জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দেন। তখন সড়ক আইন অনুসারে মামলা দিয়ে তার মোটরসাইকেলটি আটক করে পুলিশ লাইনে পাঠান। এরপরই ওই ব্যক্তি ফেসবুকে সরাসরি লাইভে গিয়ে অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেন। এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন সার্জেন্ট আফসার।’
নোমান/নাসিম
আরো পড়ুন  

Related Keywords

Dhaka , Bangladesh , Ashraf Ullah Taher , Surma Sergeant , Faisal Kader , Faisal Quadir , Sergeant Afsar , Facebook , Dhaka Metropolitan , Digital Security Act , Social Communication , Deputy Commissioner , Ullah Taher , Surma Gate , Road Law Price , டாக்கா , பங்களாதேஷ் , அஷ்ரஃப் உல்லா டேயர் , முகநூல் , டாக்கா பெருநகர , டிஜிட்டல் பாதுகாப்பு நாடகம் , சமூக தொடர்பு , துணை ஆணையர் , உல்லா டேயர் , சூர்மா வாயில் ,

© 2025 Vimarsana