প্রতিবন্

প্রতিবন্ধীদের জন্য আন্তর্জাতিকমানের ক্রীড়া কমপ্লেক্স


প্রতিবন্ধীদের জন্য আন্তর্জাতিকমানের ক্রীড়া কমপ্লেক্স 
সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৬:৫১, ১৩ জুলাই ২০২১  
সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী তথা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অটিস্টিক ও প্রতিবন্ধীদের জন্য আন্তর্জাতিকমানের ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল।
সোমবার (১২ জুলাই) দুপুরে পার্সনস উইথ সেরিব্রাল পালসি ফাউন্ডেশন (পিসিপিএফ)  আয়োজিত  “প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ভার্চুয়াল দাবা প্রতিযোগিতা ২০২১” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয়ে সাভারে প্রতিবন্ধীদের  জন্য  তৈরি করা হবে অত্যাধুনিক  ক্রীড়া কমপ্লেক্স, যাতে থাকছে  ২টি বেসমেন্টসহ ১১তলা একাডেমিক ভবন, ডরমেটরি, আবাসিক ভবন, জিমনেশিয়াম, সুইমিংপুল, মসজিদ, ফুটবল মাঠ, গ্যালারি ও ক্রিকেট মাঠ । এই ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা হলে  সকল ধরণের  প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলার সুযোগ তৈরি হবে।  এর মাধ্যমে তাদের সুস্থ বিনোদনের পথ তৈরি করা সম্ভব হবে। এছাড়াও আমরা জাতীয় সংসদ ভবনের পাশের খোলা মাঠে প্রতিবন্ধীদের জন্য একটি দৃষ্টিনন্দন ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করে দিচ্ছি। ইতোমধ্যেই আমরা কমপ্লেক্সের নকশা চূড়ান্ত করেছি।
তিনি আরও বলেন, সমাজের একজন সুস্থ ও স্বাভাবিক নাগরিকের মতো প্রতিবন্ধী ব্যক্তিদেরও সমঅধিকার ও সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। সেই সুযোগ দিয়ে সুস্থ-স্বাভাবিক জীবনযাপনের পথ তৈরি করা গেলে তাদেরও সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। এর জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ স্কুল, কারিগরি সেবা ও পুনর্বাসন ব্যবস্থা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশ।
ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানে পিসিপিএফ এর সভাপতি   শেখ এনায়েত করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউরো ডেভলপমেন্টাল সুরক্ষা ট্রাস্টের ব্যবস্হাপনা পরিচালক ড. মোঃ আনোয়ার উল্যাহ এবং   বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক প্রমুখ।
ঢাকা/আসাদ/নাসিম
আরো পড়ুন  

Related Keywords

Za Ahsan Russell , Sheikh Inayat Karim , National Parliament , M Anwar Ullahe Bangladesh Chess Federation , Sports Complex , Virtual Chess , Senior Building , Special School , President Sheikh Inayat Karim , Special Guest , Bangladesh Chess Federation , Editor Masudur Baby Mallick , தேசிய பாராளுமன்றம் , விளையாட்டு சிக்கலான , மெய்நிகர் சதுரங்கம் , மூத்தவர் கட்டிடம் , சிறப்பு பள்ளி , சிறப்பு விருந்தினர் , பங்களாதேஷ் சதுரங்கம் கூட்டமைப்பு ,

© 2025 Vimarsana