সাপ্তাহি

সাপ্তাহিক দাম কমার শীর্ষে মিথুন নিটিং


সাপ্তাহিক দাম কমার শীর্ষে মিথুন নিটিং
প্রকাশিত: ০৯:২৮, ১৭ জুলাই ২০২১  
আপডেট: ০৯:২৯, ১৭ জুলাই ২০২১
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৫ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মিথুন নিটিংয়ের শেয়ারের দাম কমেছে।
বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহ শেষে মিথুন নিটিংয়ের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১৩.৯০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম কমে দাঁড়িয়েছে ১৩ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ০.৯০ টাকা বা ৬.৪৭ শতাংশ।
এদিকে, ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৫.৮৬ শতাংশ, নিউজ লাইন ক্লোথিংসের ৫.৭৯ শতাংশ, এস্কয়ার নিটের ৫.৩৭ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৫.৩২ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৪.৭৫ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৪.৬২ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৪.৩৩ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪.২২ শতাংশ এবং ইনডেক্স এগ্রোর ৪.২০ শতাংশ শেয়ারের দাম কমেছে।
ঢাকা/এনটি/বুলাকী
সম্পর্কিত বিষয়:

Related Keywords

, Weekly Price , Gemini Knitting , Report Gemini , Progressive Life Insurance , Popular Life Insurance , Eastern Insurance , வாராந்திர ப்ரைஸ் , ப்ரோக்ரெஸிவ் வாழ்க்கை காப்பீடு , பாப்யுலர் வாழ்க்கை காப்பீடு , கிழக்கு காப்பீடு ,

© 2025 Vimarsana