ছোট ছেলের &#

ছোট ছেলের অভিষেক সিনেমায় মিঠুন


ছোট ছেলের অভিষেক সিনেমায় মিঠুন
প্রকাশিত: ১০:৪৬, ১৮ জুলাই ২০২১  
আপডেট: ১০:৫০, ১৮ জুলাই ২০২১
অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভারতীয় বাংলা, হিন্দির পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন। নিজের মেধার স্বাক্ষর রেখে দর্শকের মন জয় করেছেন। এবার বলিউডে পা রাখছেন এই জনপ্রিয় অভিনেতার ছোট ছেলে নামাশি চক্রবর্তী।
তবে এই খবর সবার জানা। নতুন খবর ছোট ছেলের অভিষেক সিনেমাতে থাকবেন মিঠুন। ‘ব্যাড বয়’ নামের এই সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। এতে একটি আইটেম গানের তালে নাচবেন বলিউডের ‘ডিসকো ড্যান্সার’।
এদিকে প্রথম সিনেমাতেই বাবার সঙ্গে অভিনয় করছেন নামাশি। তিনি বলেন, ‘আমার আইডলের সঙ্গে পর্দায় অভিনয় ভাগ্যের বিষয়। ৩৬০ টি সিনেমার অভিজ্ঞতা রয়েছে যে মানুষটির, তিনটি জাতীয় পুরস্কার পেয়েছেন যিনি, আমার মতো নিউকামারের সঙ্গে তিনি কাজ করছেন, এর থেকে সৌভাগ্যের ব্যাপার আমার কাছে আর কী হতে পারে? আবেগাপ্লুত হয়ে পড়ছি। সারাজীবন কৃতজ্ঞ থাকব।’
এই সিনেমায় নামাশির বিপরীতে অভিনয় করছেন আমরিন কুরেশি। তার আরেক পরিচয় তিনি প্রযোজক সাজিদ কুরেশির মেয়ে। এটি তারও প্রথম সিনেমা। মিঠুনের সঙ্গে অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘কিংবদন্তির সঙ্গে কাজ করে আমি খুশি। সারাজীবন মিঠুন আঙ্কেলের নাচ দেখেছি। প্রথম সিনেমায় এ রকম সুযোগ ক’জনেরই বা মেলে?’
‘ব্যাড বয়’ সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী। করোনা মহামারির কারণে সিনেমাটি মুক্তি দিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
ঢাকা/মারুফ
সম্পর্কিত বিষয়:
সংশ্লিষ্ট খবর

Related Keywords

India , Mithun Chakraborty , , India Bengali , Factor Small , New News Small , Bad Boy , இந்தியா , மிதுன் சக்ரவர்த்தி , இந்தியா பெங்காலி , மோசமான சிறுவன் ,

© 2025 Vimarsana