প্রিমিয়া

প্রিমিয়ার ব্যাংকে দুইদিন ব্যাপী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচী


প্রিমিয়ার ব্যাংকে দুই দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি
|| রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৭:০৫, ১৯ জুলাই ২০২১  
আপডেট: ০৮:১৩, ১৯ জুলাই ২০২১
সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের গুলশান গ্লাস হাউস শাখায় ব্যাংকের সম্মানিত গ্রাহক এবং কর্মীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতার জন্য একটি দুই দিন ব্যাপী (১৬ জুলাই এবং ১৮ জুলাই) স্বাস্থ্য সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসইভিপি এবং এসএমই ও কৃষি ঋণ বিভাগের প্রধান জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন; ইভিপি এবং ব্রান্ড মার্কেটিং এবং কমিউনিকেশন বিভাগের প্রধান জনাব মো: তারেক উদ্দিন; এসভিপি এবং গুলশান গ্লাস হাউজ শাখা প্রধান জনাব রাশেদ আক্তার; এবং অপরাজিতা এনাবলার লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মসূচীর উদ্বোধন করেন।
দুই দিন ব্যাপী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচীর প্রতিদিন সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ৪:০০ পর্যন্ত গুলশান গ্লাস হাউজ শাখায় আগত ব্যাংকের সকল গ্রাহক ও কর্মচারীদের বিভিন্ন মেডিকেল ডায়াগনস্টিক পরীক্ষা বিনামূল্যে প্রদান করা হয়।
মেডিকেল ও টেকনোলজিক্যাল সার্ভিস প্রোভাইডার অপরাজিতা এনাবলার লিমিটেড এতে সার্বিক সহযোগিতা করেন। স্বাস্থ্য বিষয়ে সচেতনতায় এই কর্মসূচী গ্রাহক এবং কর্মচারীদের কাছে ব্যাপক সমাদৃত হয়।
শেখ সুমন/নাসিম
আরো পড়ুন  

Related Keywords

M Imtiaz Ahmed , Provider Limited It , Gulshan Glass House Branch , Limited Gulshan Glass House Branch , Brand Marketing , Fabric Ahmed , Rashid Meters , பிராண்ட் சந்தைப்படுத்தல் ,

© 2025 Vimarsana