ঈদের রাতে &#

ঈদের রাতে ত্রিবেণীতে গাইবেন কণ্ঠশিল্পী আগুন


ঈদের রাতে ত্রিবেণীতে গাইবেন কণ্ঠশিল্পী আগুন
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১০:২৫, ২১ জুলাই ২০২১  
আপডেট: ১২:২৫, ২১ জুলাই ২০২১
ত্রিবেণীতে আজ গাইবেন কণ্ঠশিল্পী আগুন
আগুন। একজন কণ্ঠশিল্পী, অভিনেতা ও উপস্থাপক। ঢাকায় স্বনামধন্য সঙ্গীত পরিবারে জন্ম তার। বাবা খান আতাউর রহমান ছিলেন খ্যাতনামা সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। আগুনের সঙ্গীত জীবন শুরু হয় ১৯৮৮ সালে ‘সাডেন’ ব্যান্ডের ভোকাল হিসেবে। এরপর একের পর এক গান গেয়ে মাতিয়ে রেখেছেন শ্রোতদের।
আজ (বুধবার, ২১ জুলাই-২০২১) ঈদুল আজহা উপলক্ষে রাত ১০টায় প্রচারিত হবে ত্রিবেণী’র ৬৩তম পর্ব। বাংলা গানের জনপ্রিয় এই শিল্পী গাইবেন রাইজিংবিডির ঈদ আয়োজনে। গানে গানে মাতাবেন দর্শকদের।
দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডিতে নিয়মিত প্রচারিত হচ্ছে সাহিত্য ও সংগীত বিষয়ক ব্যতিক্রমী লাইভ শো ‘ত্রিবেণী’। অল্প সময়ের মধ্যেই সংগীত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে এই শো। করোনা দুর্যোগের সময় দর্শক-শ্রোতা ও পাঠকদের নির্মল বিনোদন দিতে অনুষ্ঠানটির আয়োজন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত এই অনুষ্ঠানের উপজীব্য গান, কথা ও কবিতা।
১৯৯২ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় গান গাওয়ার মাধ্যমে চলচ্চিত্রের গানে অভিষেক হয় আগুনের। চলচ্চিত্রে অভিনয়ের সূত্রপাত ১৯৯৭ সালে। খান আতা পরিচালিত ‘এখনো অনেক রাত’ চলচ্চিত্রের মাধ্যমে। চিত্রশিল্পী চরিত্রে অভিনয় করেন ২০১২ সালে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘ঘেটুপুত্র কমলা’ ছবিতে। এখন পর্যন্ত অভিনয় করেছেন ৭টি সিনেমায়। চলচ্চিত্রের পাশাপাশি অভিনয় করেছেন নাটকেও। কাজ করেছেন শতাধিক নাটকে। ১৩টি অ্যালবাম বেরিয়েছে তার। দীর্ঘ সংগীত জীবনে সাড়ে ৪ হাজারেরও বেশি চলচ্চিত্রের গানে প্লেব্যাক করেছেন। ১৯৯৭ সালে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে পেয়েছেন বাচসাস পুরস্কার।    
প্রতি বুধবার রাত ১০টায় রাইজিংবিডি ডটকমের ফেসবুক পেজ থেকে লাইভ অথবা প্রিমিয়ার হিসেবে ত্রিবেণী সম্প্রপ্রচারিত হচ্ছে। বিনোদন, শিল্প-সাহিত্য, খেলাধুলা, করপোরেট ও প্রযুক্তি ক্ষেত্রে তারকা ব্যক্তিত্বদের নিয়ে নিয়মিত আয়োজন করা হচ্ছে টক শো ‘রাইজিংবিডি স্পেশাল’। রাইজিংবিডি’র প্রতিটি অনুষ্ঠান দর্শকপ্রিয়তা পেয়েছে। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় একের পর এক সৃষ্টিশীল অনুষ্ঠানের আয়োজন করছে রাইজিংবিডি।
লেখক, সাংবাদিক, উপস্থাপক ও করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের উপস্থাপনায় চলছে ওই আয়োজন। পাশাপাশি এই সংবাদমাধ্যমের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।
উদয় হাকিম বলেন, ত্রিবেণীকে সংগীত গবেষণাগার বানাতে চাই। এরইমধ্যে ত্রিবেণী শো’ সংগীত বোদ্ধাদের কাছে মানসম্মত একটি অনুষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে। এখানে প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান শিল্পীদের প্রতিভা তুলে ধরা হচ্ছে। শিল্পীরা সুযোগ পাচ্ছেন নিজেদের মেলে ধরার। শিল্পীরা যাতে সৃজনশীল চর্চার সুযোগ ও স্বীকৃতি পান সে জন্যই এই আয়োজন। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিল্পীদের নিয়ে রাইজিংবিডির বিশেষ এই আয়োজন ত্রিবেণী। ত্রিবেণীতে যেমন তারকা শিল্পীরা থাকছেন, তেমনি থাকছেন প্রতিভাবান নবীনরাও। নবীন-প্রবীণের মেলবন্ধন ত্রিবেণী।
ত্রিবেণী বিষয়ে কোনো কিছু জানতে চাইলে যোগাযোগ করতে পারেন এই ই-মেইলে ([email protected]); অথবা ত্রিবেণী ফেসবুক পেজের মাধ্যমে (https://www.facebook.com/Tribeni.Risingbd)। সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে- ০১৫৭২১৬৮১৯৪। অনুষ্ঠানটি দেখা যাবে (https://www.facebook.com/risingbd) এই লিঙ্কে।
ঢাকা/মাহফুজ/ইভা 
সম্পর্কিত বিষয়:

Related Keywords

Khan Ataur Rahman , Eid Adha , Film Journalists Association , Facebook , Being Literature , Khan Ata , Live Or Premiere , Being Talk , காந் அதௌர் ரஹ்மான் , படம் பத்திரிகையாளர்கள் சங்கம் , முகநூல் , காந் அட்டா ,

© 2025 Vimarsana