ঈদের নামা&#x

ঈদের নামাজ শেষে চলছে পশু কোরবানি


ঈদের নামাজ শেষে চলছে পশু কোরবানি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৮:৫৭, ২১ জুলাই ২০২১  
আপডেট: ০৯:০২, ২১ জুলাই ২০২১
বিভিন্ন স্থানে গরু ও ছাগল কোরবানি করা হচ্ছে (ছবি: রাইজিংবিডি)
পবিত্র ঈদুল আজহা আজ (২১ জুলাই)। ত্যাগের মহিমায় সারাদেশে কোরবানির ঈদ উদযাপন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ঈদের নামাজ শেষে ঢাকাসহ সারাদেশে চলছে পশু কোরবানি। বরাবরের মতই পশু জবাইয়ের নির্ধারিত স্থান ছাড়াও নগরীর বিভিন্ন অলিগলির সড়কে, গ্যারেজে ও ফাঁকা জায়গায় পশু কোরবানি করতে দেখা গেছে।
রাজধানীর দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, বাসাবো, গোরান, রামপুরা, মগবাজার, মালিবাগ এলাকা ঘুরে বিভিন্ন স্থানে গরু ও ছাগল কোরবানি করতে দেখা গেছে। 
আজ সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষ অনেকে পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েন।
এদিকে, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের ওপর জোর দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
ঢাকা/এনটি/ইভা 

Related Keywords

Dhaka , Bangladesh , Rampura , Rangpur , Eid Adha , Eid Azhar , Baitul Mukarram National , City Corporation , Planes Road , South City Corporation , டாக்கா , பங்களாதேஷ் , ராம்புரா , ரங்க்பூர் , பைத்துல் முகரம் தேசிய , நகரம் நிறுவனம் , பாதைகள் சாலை , தெற்கு நகரம் நிறுவனம் ,

© 2025 Vimarsana