রূপগঞ্জে &#x

রূপগঞ্জে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট


রূপগঞ্জে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট 
নারায়ণগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:১৬, ৪ আগস্ট ২০২১  
আপডেট: ১৪:১১, ৪ আগস্ট ২০২১
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। 
বুধবার (৪ আগস্ট) দুপুরে রূপসী মৈকুলি এলাকায় ইউনাইটেড লেদার কারখানায় আগুন লাগে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন এ তথ‌্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে কক্ষ থেকে ডিউটি অফিসার বাবুল মিয়া রাইজিংবিডিকে বলেন, দুপুর ১২টা ১৪ মিনিটে ইউনাইটেড লেদার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও ২টি ইউনিটের কর্মীরা তাদের সঙ্গে যোগ দেন।
তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। এছাড়া, হতাহতের খবরও পাওয়া যায়নি। 
রাকিব/ইভা 
আরো পড়ুন  

Related Keywords

Narayanganj , Dhaka , Bangladesh , Abdullah Al Arefin , , Narayanganj Fire , Babul Mia , நாராயங்கஞ்ச் , டாக்கா , பங்களாதேஷ் , நாராயங்கஞ்ச் தீ , பாபுல் மியா ,

© 2025 Vimarsana