নগদ লভ্যা&#x

নগদ লভ্যাংশ পাঠিয়েছে যমুনা ব্যাংক - শেয়ারবাজারনিউজ.কম


২৭ জুন ২০২১, রবিবার |
শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পনিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেমস নেই তাদের লভ্যাংশ যমুনা ব্যাংকের অফিসে যেয়ে সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
আপনার মতামত দিন

Related Keywords

Jamuna , Bangladesh General , Bangladesh , , Company Jamuna , Limited Completed , Systems Not , ஜமுனா , பங்களாதேஷ் , அமைப்புகள் இல்லை ,

© 2025 Vimarsana