ডেল্টা লা&#x

ডেল্টা লাইফ: অস্বাভাবিক লেনদেন খতিয়ে দেখতে কমিটি গঠন


সর্বশেষ আপডেট:
০৮ জুলাই ২০২১, বৃহস্পতিবার |
শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক অস্বাভাবিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিএসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে। তবে কমিটির অন্য সদস্য কারা তা জানা যায়নি। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিএসইসি সূত্র জানায়, তদন্ত কমিটি কোম্পনিটির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখবে। এছাড়া কোম্পানির শেয়ার লেনদেনে কোনও আইন লঙ্ঘন করেছে কি-না তাও খতিয়ে দেখা হবে।
জানা গেছে, রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ (আইসিবি) সম্প্রতি ডেল্টা লাইফের বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেছে। যথাযথ আইন অনুসরণ করে আইসিবি এই শেয়ার বিক্রি করেছে কিনা তাও খতিয়ে দেখবে কমিটি।
উল্লখ্য, গত ২৩ জুন ডেল্টা লাইফের প্রতিটি শেয়ারের দাম ছিল ১০৩.৩ টাকা। এর মাঝে দর বেড়ে হয় আর ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ টাকা ৩০ পয়সা। গতকাল বুধবার কোম্পানিটির ক্লোজিং ছিলো ১৪৪ টাকা।
১৯৯৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটি বর্তমানে এ ক্যাটাগরিতে লেনদেন করছে। কোম্পানির শেয়ারের ৩৬ দশমিক ৬৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ২৩ দশমিক ১৯ শতাংশ। বিদেশি বিনিয়োগকারীদের কাছে আছে দশমিক ৪৪ শতাংশ আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে ৩৯ দশমিক ৭৩ শতাংশ।
 

Related Keywords

Bangladesh , , Exchange Commission , Committee Other , Anwar Islam Committee , View Committee , Delta Life Insurance Company , Investment Corporation Bangladesh , Delta Life , Delta Life Insurance Company Limited , Bangladesh Securities , State Investment , June Delta Life , பங்களாதேஷ் , பரிமாற்றம் தரகு , டெல்டா வாழ்க்கை காப்பீடு நிறுவனம் , முதலீடு நிறுவனம் பங்களாதேஷ் , டெல்டா வாழ்க்கை , டெல்டா வாழ்க்கை காப்பீடு நிறுவனம் வரையறுக்கப்பட்டவை , பங்களாதேஷ் பத்திரங்கள் , நிலை முதலீடு ,

© 2025 Vimarsana