সাপ্তাহি

সাপ্তাহিক লুজারের শীর্ষে মিথুন নিটিং - শেয়ারবাজারনিউজ.কম


সর্বশেষ আপডেট:
১৭ জুলাই ২০২১, শনিবার |
শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (১২-১৫ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৪টির বা ২৪.৯৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে মিথুন নিটিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে মিথুন নিটিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ০.৯০ টাকা বা ৬.৪৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে মিথুন নিটিং ডিএসইর সাপ্তাহিক টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৫.৮৬ শতাংশ, নিউজ লাইন ক্লোথিংসের ৫.৭৯ শতাংশ, এস্কয়ার নিটের ৫.৩৭ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৫.৩২ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৪.৭৫ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৪.৬২ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৪.৩৩ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪.২২ শতাংশ এবং ইনডেক্স এগ্রোর শেয়ার দর ৪.২০ শতাংশ কমেছে।
আপনার মতামত দিন

Related Keywords

, Gemini Knitting , Progressive Life Insurance , Popular Life Insurance , Eastern Insurance , ப்ரோக்ரெஸிவ் வாழ்க்கை காப்பீடு , பாப்யுலர் வாழ்க்கை காப்பீடு , கிழக்கு காப்பீடு ,

© 2025 Vimarsana