পুঁজিবাজ

পুঁজিবাজারে বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা তুলতে চায় নগদ


সর্বশেষ আপডেট:
১৯ জুলাই ২০২১, সোমবার |
শেয়ারবাজার ডেস্ক: মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ জিরো কুপন বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে প্রায় ৫০০ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে। কমিশন আবেদনটি বর্তমানে যাচাই-বাছাই করছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বন্ডটির মেয়াদ হবে ৫ বছর। অর্থাৎ ৫ বছর পর ৫শ কোটি টাকার বন্ডটির আকার হবে সাড়ে ৭শ কোটি টাকা। নগদের বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে- রিডেমেনবল, নন-কনভার্টেবল অ্যান্ড জিরো কুপন বন্ড।
কুপন বন্ডটি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্বশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটিতে ৩০ কোটি টাকা বিদেশি বিনিয়োগ রয়েছে।
১ টি মতামত “পুঁজিবাজারে বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা তুলতে চায় নগদ”
Anar Hossain says:

Related Keywords

Bangladesh , , Exchange Commission , Insurance Company , For Application , Bangladesh Securities , Features Being , Bond Financial , Regional Rural , பங்களாதேஷ் , பரிமாற்றம் தரகு , காப்பீடு நிறுவனம் , க்கு விண்ணப்பம் , பங்களாதேஷ் பத்திரங்கள் , பத்திரம் நிதி , பிராந்திய கிராமப்புற ,

© 2025 Vimarsana