SSKM doctors removes a huge nail from right main bronchus of a 2-yr old child dgtl SSKM: খেলতে খেলতে ২ বছরের শিশুর গলায় ঢুকে গেল আস্ত পেরেক, সফল অস্ত্রোপচার এসএসকেএম-এ নিজস্ব সংবাদদাতা কলকাতা ২৭ জুন ২০২১ ১৪:৪৮ রবিবার অস্ত্রোপচারের পর বাচ্চাটির শ্বাসনালী থেকে এই পেরেকটিকে বার করেছেন এসএসকেএমের চিকিৎসকেরা। —নিজস্ব চিত্র। খেলতে খেলতে আস্ত পেরেক গিলে ফেলেছিল বছর দুয়েকের ছেলেটি। তার পর থেকে শ্বাসকষ্ট, বমি হওয়ায় ছেলেকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন মা। সেখানে প্রাথমিক চিকিৎসার পরেও সুরাহা না মেলায় বাচ্চাটিকে কলকাতার এসএসকেএমে রেফার করা হয়েছিল। রবিবার সকালে ঘণ্টা দুয়েক ধরে অস্ত্রোপচারের পর বাচ্চাটির শ্বাসনালী থেকে পেরেকটিকে বার করেছেন এসএসকেএমের চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর, মুস্তাকিম আলি নামে ওই বাচ্চাটির বাড়ি উত্তর দিনাজপুরের হাতগাছি এলাকায়। তার শ্বাসনালীর ডান দিকের দেওয়ালে একটি ৬-৭ সেন্টিমিটার লম্বা পেরেক গেঁথেছিল। রবিবার সকালে অস্ত্রোপচারের পর সে সুস্থ রয়েছে। এই মুহূর্তে পেডিয়াট্রিক আইসিইউ-তে রয়েছে বাচ্চাটি। মুস্তাকিমের পরিবার জানিয়েছে, শনিবার পেরেক গিলে ফেলার পর থেকেই বমি ও শ্বাসকষ্ট হতে থাকে বাচ্চাটির। এর পর প্রাথমিক চিকিৎসার জন্য তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে এসএসকেএমে রেফার করা হয়েছিল। Advertisement আরও পড়ুন আরও পড়ুন