vimarsana.com


বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ৮৪১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৫২ জনে।
সোমবার (২৬ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া করোনায় মৃতদের মধ্যে পিরোজপুরে এক, বরগুনায় সাতজনসহ মোট আট করোনা রোগীর মৃত্যু হয়েছে, যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪২৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
তিনি জানান, মোট আক্রান্ত ২৯ হাজার ৭৫২ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৬৪ জন।
আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ৩৮২ জন নিয়ে মোট ১২ হাজার ৬৮৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ১০৭ জন নিয়ে মোট তিন হাজার ৬৬৬ জন, ভোলা জেলায় নতুন ১৩৭ জনসহ মোট তিন হাজার ১০৬ জন, পিরোজপুর জেলায় নতুন ৭৬ জনসহ মোট চার হাজার ছয়জন, বরগুনা জেলায় নতুন ৭৯ জন নিয়ে মোট আক্রান্ত দুই হাজার ৫৮৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৬০ জন নিয়ে মোট দাঁড়িয়েছে তিন হাজার ৭০৪ জন।
ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৩ জন ও করোনা ওয়ার্ডে ২৪ জন ভর্তি হয়েছেন।
করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৮৩ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১৬৬ জন করোনা ওয়ার্ডে এবং ১১৭ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯০ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৪৬.৮৪ শতাংশ পজিটিভ শনাক্তের হার।
এই রকম আরো খবর

Related Keywords

Pirojpur ,Barisal ,Bangladesh ,Bhola District ,Patuakhali District ,Barisal District ,Barguna ,Johne Jhalakhati ,Vasudeva Kumar ,Barisal Bangla Medical College ,Barisal District New John ,Patuakhali District New John ,Bhola District New ,District New ,District New John ,Jhalakhati District New John ,பைரோஜ்பூர் ,பாரிசல் ,பங்களாதேஷ் ,போலா மாவட்டம் ,பாரிசல் மாவட்டம் ,மாவட்டம் புதியது ,

© 2024 Vimarsana

vimarsana.com © 2020. All Rights Reserved.