মোনালিসা বছর ছয়েক আগে ঢেকিয়ার পার্শ্ববর্তী গ্রাম বিষজোড়ের এক যুবককে ভালবেসে বিয়ে করেছিলেন। তাঁদের এক কন্যাসন্তান হয়। পরে পাশের গ্রাম ঢেকিয়ার কাজু ঘটককে বিয়ে করেন তিনি।
সপ্তাহ খানেক আগেই মুক্তি পেয়েছে সানি দেওল ও অমিশা পটেল অভিনীত ছবি ‘গদর ২’। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ১০০ কোটির গণ্ডি পেরিয়েছিল অনিল শর্মা পরিচালিত ছবি।
অনুব্রতের আইনজীবী সম্পৃক্তা ঘোষাল জানান, অনুব্রত মণ্ডলকে একদিনের জন্য জেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন তাঁকে সাত নম্বর ব্যারাক থেকে সরিয়ে তিন নম্বর ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে।