ইরানের নত&#x

ইরানের নতুন প্রেসিডেন্টের কাছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোসাদ গুপ্তচরের মুক্তি চাইল ইউরোপ


অনলাইন ডেস্ক
ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোসাদের গুপ্তচর আহমাদ রেজা জালালি; শিগগিরই তার দণ্ড কার্যকর হওয়ার কথা রয়েছে
ইউরোপীয় পার্লামেন্ট আমেরিকার ইরান-বিদ্বেষী নীতি অনুসরণ করে ‘মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে কয়েকজন ইরানি কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।
ওই পার্লামেন্ট বৃহস্পতিবার এক প্রস্তাব পাস করে এসব কর্মকর্তার সম্পদ আটকের পাশাপাশি কয়েকটি ইরানি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ইউরোপিয়ান কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছে। ওই প্রস্তাবে দাবি করা হয়েছে, এসব ইরানি কর্মকর্তা ‘ইউরোপীয় নাগরিকদের স্বেচ্ছাচারীভাবে আটক ও মৃত্যুদণ্ড প্রদানে’ ভূমিকা রেখেছেন।
ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আহমাদ রেজা জালালিকে মুক্তি দেওয়ার জন্য নির্বাচিত-প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির প্রতি আহ্বান জানানো হয়।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে আহমাদ রেজা জালালিকে ২০১৬ সালের এপ্রিলে আটক করা হয়। পরে নির্ধারিত বিচার প্রক্রিয়ায় তার ফাঁসির আদেশ হয়।
জালালি ইরানের পরমাণু, সামরিক ও গবেষণা খাতে কর্মরত ৩০ জন বিজ্ঞানীর নাম, ঠিকানা ও সমস্ত তথ্য মোসাদের হাতে তুলে দিয়েছিল। এসব বিজ্ঞানীর মধ্যে ছিলেন দুই পরমাণু বিজ্ঞানী মাজিদ শাহরিয়ারি ও মাসুদ আলী মোহাম্মাদি। ওই দুই বিজ্ঞানীকেই পরবর্তীতে নির্মমভাবে হত্যা করা হয়।
ইরান এ পর্যন্ত বহুবার কথিত মানবাধিকার রক্ষা করার অজুহাতে সেদেশের বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপের পশ্চিমা প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে।
বিডি প্রতিদিন/কালাম
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Ahmad Reza , Iran General , Iran , United States , Israel , Iranian , Masud Ali , European Council , European Parliament , Iran New , United States Policy , For European Council , For Ibrahim , Israel Intelligence , Working John , Human Rights , இரண் , ஒன்றுபட்டது மாநிலங்களில் , இஸ்ரேல் , இராநியந் , மசூத் அலி , ஐரோப்பிய சபை , ஐரோப்பிய பாராளுமன்றம் , ஒன்றுபட்டது மாநிலங்களில் பாலிஸீ , க்கு இப்ராஹிம் , இஸ்ரேல் உளவுத்துறை , மனிதன் உரிமைகள் ,

© 2025 Vimarsana