বার্সেলোনায় ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের সাংস্কৃতিক সন্ধ্যা : vimarsana.com

বার্সেলোনায় ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের সাংস্কৃতিক সন্ধ্যা


সাহাদুল সুহেদ, স্পেন
স্পেনের বার্সেলোনায় ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জুলাই) স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহাম্মদ সারওয়ার মাহমুদ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ তার বক্তব্যে প্রবাসীদের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উল্লেখ করে আরও বলেন, আমরা দূতাবাসের কর্মকর্তারা স্পেনে স্বল্প সময়ের কর্মযজ্ঞতে রয়েছি। দায়িত্ব পালন শেষ হলে চলে যেতে হবে। কিন্তু আপনারা প্রবাসীরা সকলেই বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিত্ব করছেন। তাই ঐক্যবদ্ধভাবে সুন্দর কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের মান এ প্রবাসে অক্ষুণ্ন রাখতে হবে।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানটি দুইটি পর্বে বিভক্ত ছিলো। আলোচনা পর্বের প্রথমেই অনুষ্ঠানের উপস্থাপক মঞ্জুরুল হাসান শুভ ‘ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন’ এর কর্মপরিকল্পনা তুলে ধরেন। আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো বেরনাউস, ইয়থ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর স্পেন শাখার  প্রধান উপদেষ্টা নূরে জামাল খোকন, সভাপতি খাদিজা আক্তার মনিকা এবং সাধারণ সম্পাদক নূরে আমীন টোকন।
দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাচ, গান ও কৌতুক পরিবেশন করেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুদা পারভীন মুন্নির সার্বিক তত্ত্বাবধানে এবং নাসরিফা হক ও ফারহানা আলম শিমুলের উপস্থাপনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বটি মিলনায়তন ভর্তি দর্শক উপভোগ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি এটিএম আব্দুর রউফ মন্ডল, ফার্স্ট সেক্রেটারি (লেবার উইং) মো. মোতাসিমুল ইসলাম, স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনিসহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
বিডি প্রতিদিন/ফারজানা
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Bengali , Bangladesh General , Bangladesh , Spain , Reunion , Barcelona , Comunidad Autonoma De Cataluna , Masuda Parvin Munni , Abdul Rauf Mandal , Bengali Cultural Foundation , Youth Bengali Cultural Foundation , Bangladesh Embassy Head Ab Chancery , R Honorary Council Ramon Pedro , Spain Branch , Spain Bengali , Spain Barcelona , Ambassadorm Sarwarr Her , Presenter Monjurul Hassan Happy , Advisor Light Jamal , President Khadija Meters Monica , Editor Light Ameen , Editor Masuda Parvin Munni , Farhana Alam Done , Rauf Mandal , First Secretary , Labour Wing , Spain Bengali Press , Editor Afaz , பெங்காலி , பங்களாதேஷ் , ஸ்பெயின் , மீண்டும் இணைதல் , பார்சிலோனா , காமுனிடட தன்னாட்சி டி கடலுள் , ஸ்பெயின் கிளை , ஸ்பெயின் பார்சிலோனா , முதல் செயலாளர் , தொழிலாளர் சாரி ,

© 2024 Vimarsana