উইঘুর ইস্&#x

উইঘুর ইস্যুতে উহানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল | 1056428 | কালের কণ্ঠ


উইঘুরদের সঙ্গে চীনের আচরণকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়ে উহানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে নেদারল্যান্ডসের আর্নহেম শহর। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উহানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ব্যাপারে মেয়রের সিদ্ধান্তের বিরুদ্ধে সিংহভাগ ভোট পড়েছে আর্নহেম সিটি কাউন্সিলে। মানবাধিকার নিয়ে বেইজিংয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ারও পরিকল্পনা ছিল আর্নহেম শহরের মেয়রের।
তবে নেদারল্যান্ডসের রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই মনে করে চীন তার দেশে উইঘুরদের গণহত্যা করছে। সে কারণে তারা মেয়রের সিদ্ধান্তের বিরুদ্ধে যায়।
আলোচনার সময় নেদারল্যান্ডসের রাজনৈতিক দলগুলো জানায়, আমরা বিশ্বাস করি যে, চীনে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সেখানে উইঘুর এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি দিনকে দিন খারাপ থেকে খারাপতর হচ্ছে। এ অবস্থায় চীনের সঙ্গে সম্পর্ক রাখা যায় না।
ডাচ পার্লামেন্টের নিম্নকক্ষ সম্মত হয়েছে যে, চীন উইঘুরদের সঙ্গে যে আচরণ করছে, তা গণহত্যা। 
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।   
এই রকম আরো খবর

Related Keywords

China , Beijing , India , Netherlands , Dutch , , City Council , Dutch Parliament , Uighur Issue , Times Ab India , Human Rights , Netherlands Political , China Her Country , State China , சீனா , பெய்ஜிங் , இந்தியா , நெதர்லாந்து , டச்சு , நகரம் சபை , டச்சு பாராளுமன்றம் , உய்கூற் பிரச்சினை , மனிதன் உரிமைகள் , நிலை சீனா ,

© 2025 Vimarsana