teacher recruitment case supreme court orders to take tet exam in a fresh way নতুন করে TET পরীক্ষা, সুপ্রিম নির্দেশে শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড় Elina Dutta | EiSamay.Com | Updated: 05 Jul 2021, 04:31:00 PM Subscribe আরও এক শিক্ষক নিয়োগের মামলায় ধাক্কা রাজ্যের... নতুন করে TET পরীক্ষা নেওয়ার নির্দেশ কোর্টের...
এই সময় ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ মামলায় ফের ধাক্কা রাজ্যের। নতুন করে TET পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। রাজ্যে যাঁরা D.Led শেষ করেছে কিন্তু ২০১৭ সালের TET পরীক্ষায় বসতে পারেননি, সোমবার তাদের জন্য নতুন করে TET পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল বিচারপতি আব্দুর নাজির ও বিচারপতি কৃষ্ণ মুরারির ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে পরীক্ষা নেওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। আইনজীবী আলী আহসান আলমগীর জানিয়েছেন, ২০২২ সালের ৩১ মার্চের মধ্য়ে নতুন করে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। ২০১৭ সালের বিজ্ঞপ্তি অনুয়ায়ী চলতি বছরের ৩১ জানুয়ারি রাজ্যে প্রাথমিকের TET বা টিচার এলিজিবিলিটি টেস্ট দিয়েছিলেন আড়াই লক্ষ চাকরিপ্রার্থী। দুর্গাপুজোর আগেই রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার (TET) ফল প্রকাশ হবে বলে সম্প্রতি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৭ সালের বিজ্ঞপ্তিতে হওয়া এই TET পরীক্ষাকে চ্যালেঞ্জ করে আদালতে পৌঁছয় চাকরিপ্রার্থীরা। মামলাকারীদের মতে, TET ২০১৭ নেওয়ার নোটিফিকেশন হয়েছিল ২০১৭ সালে, ফর্ম ফিলাপ সেই সময়েই শেষ হয়ে যায়, কিন্তু পরীক্ষাটা নেওয়া হয় ২০২১ সালের জানুয়ারি মাসে। মাঝে কোনও পরীক্ষা হয়নি। অথচ NCTE-এর নিয়ম অনুযায়ী প্রতিবছর TET পরীক্ষা নেওয়ার কথা। কিন্তু তা হয়নি। মামলাকারীদের দাবি, 'মাঝের এই ৪ বছরে যারা প্রশিক্ষিত হল, তাদেরও পরীক্ষায় বসতে দেওয়া হোক, কারণ পরীক্ষা না নেওয়াটা বোর্ডের ব্যর্থতা।' মামলাকারীদের যুক্তি শুনেই ফের TET পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় আদালত বলে জানিয়েছেন আইনজীবী। উল্লেখ্য, এর ফলে নতুন করে প্রায় ৫০ থেকে ৬০ হাজার প্রশিক্ষিত চাকরি প্রার্থী TET পরীক্ষার বসার সুযোগ পাবেন। Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ টাটকা খবরের আপডেট পেতে EI Samay ফেসবুক পেজ লাইক করুন মন্তব্য করুন