Twitter-এ ভারতের '

Twitter-এ ভারতের 'বিকৃত' মানচিত্র, ম্যানেজিং ডিরেক্টরকে আটক Uttarpradesh পুলিসের


ভারতবর্ষের বাইরে জম্মু-কাশ্মীর ও লাদাখ!
Updated By: Jun 29, 2021, 09:35 AM IST
নিজস্ব প্রতিবেদন: ভারতের 'বিকৃত মানচিত্র' (Distorted Map) কাণ্ডে টুইটারের ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরীকে (Manish Maheswari) আটক করল উত্তরপ্রদেশ পুলিস (Police)। বুলন্দশহরে বজরং দলের নেতা থানায় অভিযোগ দায়ের করেন। ভারতীয় দন্ডবিধির ৫০৫(২) নম্বর ধারা ও আইটি অ্যাক্টের ৭৪ নম্বর ধারায় FIR দায়ের হয়। আর সেই অভিযোগের ভিত্তিতেই আজ আটক করা হয়েছে তাঁকে। ভারতবর্ষের বাইরে জম্মু-কাশ্মীর ও লাদাখ! সোমবার টুইটারের ‘Tweep Life’ বিভাগে ভারতের যে মানচিত্র রয়েছে, তাকে ঘিরেই নতুন করে বিতর্ক মাথাচাড়া দেয়। 'বিকৃত ম্যাপ'কে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা।  আর এরপর ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই আটক হলেন টুইটারের ম্যানেজিং ডিরেক্টর। 
প্রসঙ্গত, বিতর্কিত লোনি মামলায় টুইটারের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে উত্তরপ্রদেশ পুলিস। পাল্টা দরখাস্ত দাখিল করেন মণীশ। তাঁকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে কর্ণাটক হাইকোর্ট। শীঘ্রই এ ব্যাপারে শুনানি স্থির করবে হাইকোর্ট। উল্লেখ্য, নয়া ডিজিটাল নির্দেশিকা নিয়ে কেন্দ্রের সঙ্গে ব্যাপক সংঘাতে পৌঁছয় টুইটার। বহু টালবাহানার পর গ্রিইভ্যান্স অফিসার নিয়োগ করলেও সেই পদ বর্তমানে ফাঁকাই রয়েছে। আর এবার ফের ভারতের 'বিকৃত' মানচিত্র প্রকাশ নিয়ে ফের সংঘাতে টুইটার।    
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
Tags:

Related Keywords

Jammu , Jammu And Kashmir , India , Ladakh , Uttar Pradesh , Karnataka , Calcutta , West Bengal , , Lifestyle Health , Twitter , Karnataka High Court , High Court , Managing Director , Twitter Managing Director Manish , India Penal Code , Monday Twitter Life , Twitter Managing Director , New Digital , India Map , ஜம்மு , ஜம்மு மற்றும் காஷ்மீர் , இந்தியா , லடாக் , உத்தர் பிரதேஷ் , கர்நாடகா , கால்குட்டா , மேற்கு பெங்கல் , வாழ்க்கை ஆரோக்கியம் , ட்விட்டர் , கர்நாடகா உயர் நீதிமன்றம் , உயர் நீதிமன்றம் , நிர்வகித்தல் இயக்குனர் , இந்தியா அபராதம் குறியீடு , ட்விட்டர் நிர்வகித்தல் இயக்குனர் , புதியது டிஜிட்டல் , இந்தியா வரைபடம் ,

© 2025 Vimarsana