newsXiaomi মার্কেটে ঠিক যে ধরনের প্রডাক্ট লঞ্চ করে থাকে, তার দেখাদেখিই কিছুটা একই প্রডাক্ট নিয়ে আসে Realme-ও। এই অভিযোগ চলে আসছে দীর্ঘদিন ধরেই। এবার টুইটারে Xiaomi Redmi-র ভারতের বিজনেস ডিরেক্টর স্নেহা তাইনওয়ালা এই একই বিষয়ে খোঁচা দিলেন Realme প্রধান মাধব শেঠকে।