Live Breaking News & Updates on Moinuddin khan badal

Stay informed with the latest breaking news from Moinuddin khan badal on our comprehensive webpage. Get up-to-the-minute updates on local events, politics, business, entertainment, and more. Our dedicated team of journalists delivers timely and reliable news, ensuring you're always in the know. Discover firsthand accounts, expert analysis, and exclusive interviews, all in one convenient destination. Don't miss a beat — visit our webpage for real-time breaking news in Moinuddin khan badal and stay connected to the pulse of your community

By-election to Chattogram-8 constituency on April 27

Oldest independent English Daily of Dhaka - thenewnationbd.com- is not just an online edition of the paper. It is the fastest vehicle of factual news on events, processes and ideas from Bangladesh and around the globe.

Dhaka , Bangladesh , Moinuddin-khan-badal , Jahangir-alam , Election-commission , Awami-league-mp-moslem-uddin-ahmed , Awami-league , Uddin-ahmed , Secretary-jahangir-alam , Chattogram-south , Evercare-hospital , Political-profiling

Chattogram-8 by-elections on April 27

Chattogram-8 by-elections on April 27
banglamirrornews.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from banglamirrornews.com Daily Mail and Mail on Sunday newspapers.

Moinuddin-khan-badal , Jahangir-alam , Election-commission , Awami-league , Chief-election-commissioner-kazi-habibul , Chattogram-south ,

AL lawmaker Moslem Uddin Ahmed passes away

CHATTOGRAM, Feb 6, 2023 (BSS) - Valiant freedom fighter, lawmaker and Chattogram south district Awami League (AL) president Moslem Uddin

Chhatra , Bangladesh-general- , Bangladesh , Boalkhali , Dhaka , Ejaz-mahmud , Bangabandhu-sheikh-mujibur-rahman , Moinuddin-khan-badal , Sheikh-hasina , Lokman-chowdhury , Uddin-ahmed , Chattogram-government-commerce-college

সিআরবিতে হাসপাতাল : যত প্রশ্ন আওয়ামী লীগকে ঘিরে


রিয়াজ হায়দার চৌধুরী
রিয়াজ হায়দার চৌধুরী (ইনসেটে)
গড্ডালিকায় সরকারবিরোধীতা আমার কর্ম নয়। বড় বড় ইস্যুতে ঢালাও সরকারের মুণ্ড চটকিয়ে যারা বাহবা কুড়াতে দিবারাত্রি ব্যস্ত থাকেন, তাদের কাতারেরও নই আমি। কিন্তু আজ কথাগুলো বলতে হচ্ছে রাজনীতি ও ঐতিহ্যের শহরের এক টুকরো অক্সিজেন আধারের জন্য। 
মঈনুদ্দিন খান বাদল। জাসদের কার্যকরী সভাপতি ছিলেন। চট্টগ্রামের মানুষের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর এই সংসদ সদস্য টানা ১০ বছর সাধনা করেও একটি বিশেষায়িত হাসপাতাল তৈরির জন্য চট্টগ্রাম বন্দরের এক টুকরো ভূমি চেয়ে পাননি। অনুরোধ আহ্বানে সাড়া দেয়নি রেলওয়েসহ কোনো প্রতিষ্ঠান। এনিয়ে সংসদেও এই নেতা আহাজারি করেছিলেন। জীবনের বিশেষ স্বপ্নটি অনিষ্পন্ন রেখেই শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে যান এই জননেতা। 
আজ জননেতাদের কাছে প্রশ্ন রাখছি, মাফিয়া গোষ্ঠীর কাছে কারা তুলে দিচ্ছেন চট্টগ্রামের মানুষের সম্পদকে, দেশের সম্পদকে, মানুষের অধিকারকে? চট্টগ্রামের জনপ্রতিনিধিরা বেঁচে আছেন তো! এই প্রশ্নগুলোর পাশাপাশি ক্ষমতাসীন রাজনীতিবিদরা নিজেদের কফিনে শেষ পেরেক ঠোকার অপেক্ষায় কী এখনো শ্বাস চালিয়ে যাচ্ছেন? এমন প্রশ্নও যদি রাখা হয়, তবে তা অবান্তর হবে না সিআরবি এলাকায় রেলভূমিতে বিতর্কিত বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠা ইস্যুতে। 
ক’দিন আগে হঠাৎ করেই শুনলাম, চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার সরিয়ে নেওয়া হবে! অর্থাৎ বর্তমানে স্থল থেকে শহীদ মিনার ভেঙে অন্যত্র সাময়িকভাবে শহীদ বেদী স্থাপন হবে। চট্টগ্রামের জনপ্রতিনিধি, এমনকি সাংস্কৃতিক সংগঠক নেতাকর্মীরা কেউই এ ব্যাপারে কিছুই জানেন না! প্রকল্প গ্রহণের আগে তাদের কারো সাথে সরাসরি দায়িত্বশীলদের কোন কথা বা মতবিনিময় হয়েছে বলেও দায়িত্ব নিয়ে তা কেউ স্বীকার করেননি। 
কিছুদিন আগে এও জানলাম টাইগারপাসের হাজার বছরের পুরনো পাহাড়ি সৌন্দর্যের বুকে ছুরি চালানো হবে সরকারের প্রস্তাবিত ‘এলিভেটেড এক্সপ্রেস ওয়ের’র জন্য! অভিন্ন ভাবেই আরেক আজগুবি প্রকল্পের আবির্ভাব চট্টগ্রামের সবুজের আধার খ্যাত সাংস্কৃতিক পরিমণ্ডল সিআরবিতে। রেল কর্তৃপক্ষ নিজেদের ভূমি বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেডকে হাসপাতাল করার জন্য লিজ দিতে চুক্তিবদ্ধ হয়েছেন!
চুক্তিবদ্ধ হওয়ার সূচনাটিও জালিয়াতিতে ভরা। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে আমি অন্তত এতটুকু জানি যে, বাংলাদেশে কোথাও হুট করে ১০০ শয্যাবিশিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদন দেওয়ার বিধান নেই। মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রাটি শুরু করতে হয় ৫০ শয্যা নিয়েই। তাও শহর এলাকাতে যদি তা করতে হয়, তবে শুধুই লীজকৃত ভূমিতে নয়, বাস্তবায়নকারী কর্তৃপক্ষ অর্থাৎ উদ্যোক্তাদের নিজেদের বৈধ অন্তত দুই একর ভূমি থাকতে হবে। এই ক্ষেত্রে ইউনাইটেড হাসপাতালের জন্য প্রস্তাবিত ভূমিটি তাদের নিজেদের নয়, বরং পুরোটাই রেলের লিজকৃত অর্থাৎ ভাড়া চুক্তিনামার আওতায়, যা হাসপাতাল প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারি প্রাথমিক শর্ত ভঙ্গের নামান্তর।
এদিকে, অন্তত এক বছর আগে পর্যন্ত চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক প্রচেষ্টা নিয়েও সরকারি-বেসরকারি কোন সংস্থার কাছ থেকে ভূমি পাননি। রেলওয়ে কিংবা অন্য কোনো কর্তৃপক্ষ ভূমি বরাদ্দ না দেয়ায় সেই উদ্যোগ এখনো অনিষ্পন্ন রয়ে গেছে। এখন কার বা কাদের স্বার্থে বিতর্কিত স্থানে বেসরকারি হাসপাতালের জন্য রেলওয়ে হঠাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ভূমি বরাদ্দ দিল, চট্টগ্রামের নির্বাচিত গণপ্রতিনিধিরা তা জানেন কী? জানেন কী ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃবৃন্দ?
গাছ কেটে কিংবা সবুজের মাঝে পরিবেশ নষ্ট করে প্রস্তাবিত এই হাসপাতাল কী চট্টগ্রাম নগরবাসীর বহু আরাধ্য ছিল? শহরের পাহাড়তলী, সীতাকুণ্ডের কুমিরাসহ চট্টগ্রাম জুড়ে রেলওয়ের এত জায়গা থাকতে শহরবাসীর নির্মল শ্বাসনেয়ার জায়গাটুকুতেই বা কেন এই বেসরকারি হাসপাতাল গড়তে হবে, ব্রিটিশ বিরোধী বিপ্লবের স্মৃতি ধন্য স্থানে  মুক্তিযোদ্ধাদের করবের উপর কেন এটি গড়তে হবে, তা কী একবার ভেবেছেন মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ? তাছাড়া সাংস্কৃতিক কার্যক্রমের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠা সিআরবিকে ঝুঁকির মধ্যে ফেলা এমন প্রকল্পকে ঘিরে সাংস্কৃতিক প্রণোদনার সহায়ক সুপ্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ কী বলবেন? এই ক্ষেত্রে সংস্কৃতির জন্য কী রাজনৈতিক কোনো দায়বদ্ধতা নেই? 
চট্টগ্রামের দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ যারা আলোচিত স্থানটি পরিদর্শন করলেন, তাদের কাছে কী আগে মতামত নিয়েছিলেন রেলওয়ের দায়িত্বশীলরা? নাকী আওয়ামী লীগ নেতৃত্বের কোন মতামত গ্রহণ বা মূল্যায়ন করেননি লিজ এই কর্তৃপক্ষ? নাকি ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের কোনো পাত্তাই নেই সরকারি এই প্রতিষ্ঠানগুলোর কাছে? নাকি আড়ালে আছে অন্য কোন ঘটনা? 
সরেজমিন পরিদর্শন শেষে মোসলেম, মাহতাব ও নাছির সরকার দলীয় নেতা হিসেবে সরকার অনুমোদিত প্রকল্পের পক্ষে অবস্থান নিবেন, এটা অবিশ্বাস্য নয়- তারা তা করতেই পারেন। এটি তাদের দলীয় সিদ্ধান্ত কিংবা ব্যক্তিগত রুচি-অভিরুচি, জনগণের প্রতি দায়বদ্ধতার গভীরতা-অগভীরতার বিষয়। তবে অনেক প্রশ্ন সামনে নিয়ে এসেছে চট্টগ্রামের এই প্রকল্প।  
নগরবাসী ভাবছেন, কেমন উন্নয়ন প্রকল্প জনগণের প্রত্যাশিত, তা কী গণপ্রতিনিধি কিংবা রাজনীতিবিদরা জানতে চান না? নাকি এ নিয়ে তাদের থোড়াই কেয়ার করেন প্রকল্প অনুমোদন ও সম্পাদনকারীরা? সরকারের কোন কাজের সাথে গণপ্রতিনিধিদের সংযুক্ত রাখার কোন সুযোগ কী আসলেই নেই? চট্টগ্রামের উন্নয়নে এরকম একাধিক প্রকল্প কারা, কিভাবে, কাদের পরামর্শে করছেন, তা যেন চট্টগ্রামবাসী জানেনই না। তাদের নির্বাচিত প্রতিনিধিরাও নন! নগরবাসী নিজেদের নানা সীমাবদ্ধতার কারণে অনেক কিছু না জানতেই পারেন। তবে যারা প্রতিনিধিত্বশীল নেতা, তাদের এক্ষেত্রে জানা এবং জনগণকে জানানো দায়িত্ব। 
চট্টগ্রাম বন্দরের সম্পদ বিদেশি প্রতিষ্ঠান এস এস এ’কে লিজ দেওয়ার প্রতিবাদে গর্জে উঠেছিলেন সাবেক মেয়র ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সেসময়ের সাধারণ সম্পাদক এবিএম মহিউদ্দিন চৌধুরী। তার পুত্র ব্যারিস্টার চৌধুরী মহিবুল হাসান নওফেল এখন ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা, শিক্ষা উপমন্ত্রী ও সম্মানীত সংসদ সদস্য। এমন জনবিদ্বেষী প্রকৃতি বিরুদ্ধ প্রকল্পের ব্যাপারে মহিউদ্দিনপুত্র ইতোমধ্যে নিজের অবস্থান ব্যক্ত করেছেন ঠিকই, তবে শেষ পর্যন্ত এই প্রকল্পের বিরুদ্ধে শহরের সদর আসনের এই এমপি কতটুকু কী ভূমিকা রাখছেন, তাও পর্যবেক্ষণে আছেন সাধারণ মানুষ। বিদেশে অবস্থানরত হওয়া সত্ত্বেও এই সংকটে চট্টগ্রামের শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি কোনপক্ষে ভূমিকা রাখছেন, তাও খোঁজ নিচ্ছেন রাজনীতি সচেতন মানুষ। মানুষ দেখছে, শহরের সংশ্লিষ্ট এলাকার এমপিসহ অন্য সংসদ সদস্যদের ভূমিকা কেমন, তাও। 
আশ্চর্যের বিষয় হলো, জেলার একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে ইউনাইটেড’র সাথে বিশেষ সংযুক্তির অভিযোগ থাকলেও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এই প্রক্রিয়াটির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে প্রকাশ্যেই সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। ক্ষমতাসীন দলে নেতৃত্বের এমন বৈপরীত্য ও সমন্বয়হীনতা আলোচনার খোরাকও তৈরি করেছে। আবার রহস্যজনক কারণে একই শহরের ‘ফাটাকেষ্ট’ নেতা হয়ে ওঠা কেউ কেউ আছেন নিশ্চুপ, নিরব! 
এবার একটি প্রশ্ন সরাসরি রাখতে চাই রেল মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর কাছে। অপরিণামদর্শীভাবে শুধুমাত্র বাণিজ্য মনোস্কতায় প্রকৃতি ও পরিবেশের ক্ষতি সাধন করে সিআরবিতে এমন হাসপাতাল ব্যবসার উদ্যোগ এর বিপরীতে মাননীয় সংসদ সদস্য আপনার ভূমিকা কি ছিল?  একজন ডায়নামিক সংসদ সদস্য হিসেবে সুনাম আছে আপনার। এই ক্ষেত্রে জনগণের মনের ভাষা বুঝতে কী তবে আপনিও ব্যর্থ হয়েছেন? 
ভিডিও বার্তা দিয়ে আত্মপক্ষ বা সরকার পক্ষ সমর্থন করে প্রধানমন্ত্রীর কাঁধে দায়িত্ব তুলে দিলেই কী নিজের দায়িত্ব শেষ হয়ে যায় মাননীয় এমপি ও সংসদীয় কমিটির সভাপতি?
ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী অবশ্য হাসপাতালটি বিতর্কিত স্থানে না করার আহ্বান জানিয়ে অন্যত্র করার জন্য প্রয়োজনে চটগ্রাম সিটি করপোরেশন থেকে ভূমি বরাদ্দের ঘোষণা দিয়েছেন। তবুও প্রশ্ন ওঠেছে, আওয়ামী লীগের নেতৃত্বে থেকে যিনি বা যারাই আপত্তি সত্ত্বে এখনো ‘সবুজ রক্ষা করে’ বেসরকারি হাসপাতালটি স্থাপনের পক্ষেই রয়েছেন কিংবা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অজুহাত দিয়ে গা এড়িয়ে চলার চেষ্টা করছেন, তিনি বা তারা কী তবে সংস্কৃতি অনুরাগী-পরিবেশ বান্ধব মানুষগুলোর কাছে এতদিনেও নিজেদের অবস্থানের পক্ষে স্বচ্ছতা প্রদর্শন করতে পারেননি? নাকি নগরবাসীর সাথে তাদের রয়েছে প্রচ্ছন্ন দূরত্ব ? না কী সংস্কৃতির ডাক কিংবা পরিবেশ রক্ষার দায়বদ্ধতা রাজনৈতিক নেতৃত্বকে ছুঁয়ে যায় না?
এবার আসা যাক, কিছু নেপথ্যের সত্যাসত্যে। অনুসন্ধানে জেনেছি, সিআরবির আলোচিত স্থানে চট্টগ্রামের স্বাস্থ্যখাতের আরেক লুটেরা প্রতিষ্ঠান ম্যাক্স হাসপাতাল তাদের ইউনিট স্থাপনে উদ্যোগী হয়েছিল। এর নেপথ্যে প্রণোদনায় তাদের ছায়াসঙ্গী হয় চট্টগ্রামের ব্যাংক খেকো আরেক শিল্পগ্রুপ। অন্যদিকে আলোচিত ইউনাইটেড হাসপাতালের প্রস্তাবটি শেষ পর্যন্ত টিকে যায় রেলমন্ত্রীর সদিচ্ছা ও একাধিক এমপিসহ জেলার শীর্ষ নেতাদের যোগসাজশে! এর জের ধরে একপক্ষ ‘গাছ না কেটেই হাসপাতাল নির্মাণ’ ও অন্যপক্ষ যে কোন মূল্যে তা প্রতিহতের নাগরিক প্রচেষ্ঠার সুফল নিতে আড়াল থেকে মরিয়া। 
শেষ পর্যন্ত দুই পক্ষের রশি টানাটানিতে জানি, কেউ কেউ মাননীয় প্রধানমন্ত্রীর দোহাই দিয়ে পরিস্থিতি উত্তরণে চেষ্টা করবেন। কিন্তু দিন শেষে কী ক্ষমতাসীন দলের নেতারা স্বীকার করবেন, এভাবে জনমত ও রুচির বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ বা সরকারি দলকে আস্তে আস্তে জনবিচ্ছিন্ন করছেন আপনারা? জনগণের মনের ভাষা, দাবিনামা পড়তে বা বুঝতে ব্যর্থ হচ্ছেন প্রিয় নেতৃবৃন্দ! নতুবা দলকে বিচ্ছিন্ন করছেন এক অতি পরাক্রমশালী বাণিজ্য মনোস্কতায়, বঙ্গবন্ধুর দলকে বিচ্ছিন্ন করছেন আমজনতার কাছ থেকে, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকেও! 
লেখক : আহ্বায়ক, চট্টগ্রাম নাগরিক উদ্যোগ ও সিন্ডিকেট সদস্য, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়।
বিডি-প্রতিদিন/শফিক
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Bangladesh , Sitakunda , Bangladesh-general- , United-kingdom , Ahmed-ahmad , Moinuddin-khan-badal , Karim-chowdhury , Khairul-alam , Nasir-uddin , Sheikh-hasina , Mahtab-ahmed , Chittagong-medical-university

একাদশ সংসদের ২৮ মাসে ১৬ এমপির মৃত্যু | 639847|| Bangladesh Pratidin

একাদশ সংসদের ২৮ মাসে ১৬ এমপির মৃত্যু | 639847|| Bangladesh Pratidin
bd-pratidin.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from bd-pratidin.com Daily Mail and Mail on Sunday newspapers.

Bangladesh , Syed-ashraful-islam , Sahara-khatun , Isaac-hussain , Moinuddin-khan-badal , Sheikh-hasina , Syed-ashraf , Syed-mohsin-ali , Tajul-islam-chowdhury , Monjurul-islam-lytton , Xi-parliament , National-party

প্রতি মিনিটের জন্য সংসদের ব্যয় হয় প্রায় ৮৫ হাজার টাকা

প্রতি মিনিটের জন্য সংসদের ব্যয় হয় প্রায় ৮৫ হাজার টাকা
akhonsamoy.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from akhonsamoy.com Daily Mail and Mail on Sunday newspapers.

Malaysia , Bangladesh , India , London , City-of , United-kingdom , Kazi-feroz-rashid , Karim-salim , Rustam-ali-faraji , Rashid-khan-menon , Abul-kalam-azad , Abdin-faruk