vimarsana.com


চলতি বছর মুক্তি পাবে বঙ্গবন্ধুর বায়োপিক: তথ‌্যমন্ত্রী 
সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:৩৩, ৩ জুলাই ২০২১  
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে জীবনীভিত্তিক চলচ্চিত্রে ‘বঙ্গবন্ধু’ চলতি বছরে মুক্তি পাবে।
শনিবার (৩ জুলাই) সংসদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ সংসদে পাসের প্রক্রিয়ার সময় তিনি এ কথা বলেন। 
সংসদে বিল পাসের প্রক্রিয়ায় সংশোধনী প্রস্তাব তোলার সময় জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বঙ্গন্ধুর বায়োপিক নিয়ে প্রশ্ন করেন। এ চলচ্চিত্রে কারা অভিনয় করছেন তা জানতে চান বিএনপির হারুনুর রশীদ। অভিনয় শিল্পীরা ভারতীয় না বাংলাদেশের সেই প্রশ্ন করেন বিএনপির এ এমপি।
এর আগে জাতীয় পার্টির ফিরোজ রশীদ তার যাচাই প্রস্তাবের ওপর বক্তব্যকালে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে নিয়ে কেন ৫০ বছরে কোনো সিনেমা হলো না সেই প্রশ্ন তোলেন।
জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এই চলচ্চিত্রের সমস্ত মূল চরিত্রে বাংলাদেশি শিল্পীরা অভিনয় করছেন। বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব, জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ সব মূল চরিত্রে বাংলাদেশি শিল্পীরা অভিনয় করছেন। যদিও এটা যৌথ প্রযোজনার ছবি। এ বছর চলচ্চিত্রটি মুক্তি পাবে। এটা একটি মাইলস্টোন চলচ্চিত্র হবে।’
২০১৯ সালের মার্চে বাংলাদেশে ছবিটির দৃশ্যধারণ শুরুর কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে গড়িয়েছে।
মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটি, গোঁরেগাও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্যধারণ করা হয়েছে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল ছবিটির পরিচালক।
এর আগে জনমত যাচাই ও বাছাই প্রস্তাবের আলোচনায় মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে হলিউডে একটি চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। এর কাজ এগিয়ে চলছে। বাংলাদেশেও কাজ হয়েছে।’ 
ঢাকা/আসাদ/ইভা 
সম্পর্কিত বিষয়:

Related Keywords

Hollywood ,California ,United States ,Bangladesh ,Mumbai ,Maharashtra ,India ,Rahman Dhanmondi ,Harun Rashid ,Bangamata Sheikh Fazilatunnesa Nessa ,Sheikh Hasina ,National Party Mazibul ,National Party Feroz Rashid Her ,Mujib Rahman ,Architect Mujib ,Sheikh Fazilatunnesa Nessa Letters ,March Bangladesh ,India Builder ,ஹாலிவுட் ,கலிஃபோர்னியா ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,பங்களாதேஷ் ,மும்பை ,மகாராஷ்டிரா ,இந்தியா ,ஹருன் ரஷித் ,ஷேக் ஹசினா ,முஜிப் ரஹ்மான் ,அணிவகுப்பு பங்களாதேஷ் ,இந்தியா பில்டர் ,

© 2025 Vimarsana

vimarsana.com © 2020. All Rights Reserved.