২২ আফগান ক&#

২২ আফগান কমান্ডোকে হত্যার ভিডিও প্রকাশ, তালিবান বলছে 'ভুয়া'


অনলাইন ডেস্ক
আফগানিস্তানের ২২ কমান্ডোকে গুলি করে হত্যা করেছে তালিবানরা। তুর্কমিনিস্তান সীমান্তবর্তী ফারিয়ব প্রদেশের দৌলত আবাদ শহরে গত ১৬ জুন এ ঘটনা ঘটে। সদ্য প্রকাশিত এক ভিডিওর বরাত দিয়ে সিএনএন জানায়, নিহত ব্যক্তিরা আফগান স্পেশাল ফোর্সের সদস্য। ঘটনাটির একাধিক ভিডিও ও প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে বলে জানায় সংবাদ মাধ্যমটি।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মাঝে এ এলাকায় ভয়াবহ যুদ্ধ হয়। পরে তালিবানদের হাতে আত্মসমর্পণ করে আফগান সেনারা। 
স্পষ্ট কিন্তু এলোমেলোভাবে ধারণ একটি ভিডিওতে শোনা যায়, ‘আত্মসমর্পণ করো কমান্ডোরা, আত্মসমর্পণ করো।’ এরপর নিরস্ত্র কয়েকজন মানুষকে একটি বাড়ি থেকে বের হতে দেখা যায়। তারপর গুলির শব্দ। এতে কমপক্ষে এক ডজন মানুষ মারা যায়। যাদের মুখে কান্নার সঙ্গে শোনা যায়, ‘আল্লাহু আকবর’।
৪৫ সেকেন্ডের আরেকটি ভিডিওতে স্থানীয় পশতু ভাষায় একজনকে বলতে শোনা যায়, ‘তাদের গুলি করো না, গুলি করো না। আমি অনুরোধ করছি তাদের গুলি করো না।’ একই ব্যক্তিকে পরে বলতে শোনা যায়, ‘কীভাবে পশতুন হয়ে আফগানদের হত্যা করছেন?’
পাশতুনরা আফগানিস্তানের প্রধান নৃতাত্ত্বিক গোষ্ঠী। এ দিকে রেড ক্রস নিশ্চিত করেছে, তারা ২২ জন কমান্ডোর মৃতদেহ উদ্ধার করেছে।
তবে সিএনএনকে তালিবানের পক্ষ থেকে বলা হচ্ছে, গুলির ভিডিওটি ভুয়া। জনগণকে আত্মসমর্পণ না করার জন্য সরকার এ অপপ্রচার চালাচ্ছে। তালিবান মুখপাত্র জানান, তাদের হাতে ফারিয়ব প্রদেশে বন্দী ২৪ জন কমান্ডো রয়েছে, যদিও এ বিষয়ে কোনো প্রমাণ দেননি তিনি।
দৌলত আবাদের লড়াইয়ের তিন দিন পর তালিবানদের পক্ষে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখান দেখা যায়, তারা সামরিক ট্রাক ও অস্ত্র জব্দ করেছে। ভিডিওতে দাবি করা হয়, সিআইএ’র বিশেষ প্রশিক্ষণ পাওয়া কমান্ডো অনুসরণ করছিল তাদের। তাকে আটক করা হয়েছে।
যদিও আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো কমান্ডো বন্দী থাকার কথা অস্বীকার করে জানায়, তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে।
বিডি প্রতিদিন/হিমেল
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Afghanistan , United Kingdom , Afghan , Allah Akbar , Ministrya Commando , Afghan Special , Cnn , Amnesty International United Kingdom , Afghan Special Forces , Red Cross , John Commando , Human Rights , ஒன்றுபட்டது கிஂக்டம் , சின்ன , பொது மன்னிப்பு சர்வதேச ஒன்றுபட்டது கிஂக்டம் , சிவப்பு குறுக்கு , மனிதன் உரிமைகள் ,

© 2025 Vimarsana