আজকে জনৈক ছড়াকারের জন্মদিন। জন্মদিনের প্রিফেক্ট মাস্ফু ভাই নাকি মিষ্টি খেতে চীন দেশ আছেন আর সেইসাথে চৈনিক বালিকা দর্শনে চা’ওয়ালা রকিবও সেইখানে অবস্থান করছে তাই বাধ্য হয়ে অনেকদিন পর কিবোর্ডে আঙ্গুল চালাতে হচ্ছে। এই ছেলেটা কে অবশ্য আপনারা সবাই চিনেন। ব্লগের আনাচে কানাচে তার নানা কীর্তি ছড়ানো ছিটানো আছে। শোনা যায় মাসরুফ ভাইয়ের “মাস্ফু” নাম হওয়ার পিছনে তার একটা পোস্টের হাত আছে। অবশ্য এইটা লেখার পর সে মাস্ফু ভাই থেকে কিছু শিখতে পেরেছিল কিনা সেইটা আমাদের জানা নেই 😀 আজকে অবশ্য রাত অনেক হইছে তাই পোস্ট আর বেশী বড় না করি।