তুষার চিত&#x

তুষার চিতা করোনায় আক্রান্ত


তুষার চিতা করোনায় আক্রান্ত
প্রকাশিত: ০৭:৫৭, ২৫ জুলাই ২০২১  
আপডেট: ০৮:১১, ২৫ জুলাই ২০২১
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো চিড়িয়াখানার তুষার চিতাবাঘ (স্নো লিওপার্ড) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যদিও ওই চিড়িয়াখানাটি বর্তমানে বন্ধ রয়েছে। তারপরও ঠিক কিভাবে চিতাবাঘটি করোনা আক্রান্ত হলো সেটা বুঝে উঠতে পারছেন না চিড়িয়াখানা কর্তৃপক্ষ। খবর নিউজিল্যান্ড হেরাল্ডের।
৯ বছর বয়সী তুষার চিতা রামিল একটি খাচায় তার সঙ্গীনি ও আরও দুটির সঙ্গে ছিল। তাদের প্রত্যেককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গেল কয়েকদিন ধরে রামিল কাশির সমস্যায় ভুগছে। তার নাক দিয়ে সর্দিও ঝরছে। এরপর তার করোনা টেস্ট করানো হয় এবং পজিটিভ আসে। তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। রামিলকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন চিড়িয়াখানার নির্বাহী পরিচালক ডোইট স্কট।
অবশ্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন চিড়িয়াখানার পশুদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। সান দিয়েগো চিড়িয়াখানার পশুদের জন্যও টিকা বরাদ্দ করা হয়েছে। তবে এখনো সেটি দেওয়া শুরু হয়নি।
ঢাকা/আমিনুল
আরো পড়ুন  

Related Keywords

California , United States , New Zealand , , Sun Diego Zoo , News New Zealand , Her Test , Her Body State , கலிஃபோர்னியா , ஒன்றுபட்டது மாநிலங்களில் , புதியது ஜீலாந்து , செய்தி புதியது ஜீலாந்து ,

© 2025 Vimarsana