৫৩ জনের দলে ৯ কোটি সদস্য
৫৩ জনের দলে ৯ কোটি সদস্য
অনলাইন ডেস্ক
০১ জুলাই ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাত্র ৫৩ জন সদস্য নিয়ে শুরু। একশ’ বছর পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দল। চীনা কমিউনিস্ট পার্টির বর্তমান সদস্য সংখ্যা নয় কোটি ৫০ লাখ। যা চীনের মোট জনসংখ্যার ৬.৭৪ শতাংশ। আজ পহেলা জুলাই বৃহস্পতিবার ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) প্রতিষ্ঠার শততম বার্ষিকী। লাখো-কোটি কর্মীসমর্থক নিয়ে মহা ধুমধাম আর জাঁকজমকের মধ্য দিয়ে দলের শতবর্ষ উদ্যাপন করছে দলটি।
জন্মশতবর্ষে ফুলে ফুলে সাজানো হয়েছে রাজধানী বেইজিং শহর। উড়ানো হয়েছে লাল রং-বেরঙের লাখো পতাকা। আগে থেকেই নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। তিয়েন আনমেন স্কয়ারসহ বেইজিংয়ের বিভিন্ন অংশে রাস্তাঘাট ও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, সকাল ৮টা থেকে শুরু হবে অনুষ্ঠান। তিয়েনআনমেন স্কয়ার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট শি জিনপিং। তবে এই উদ্যাপনে আর কি কি কর্মসূচি ও পরিকল্পনা রাখা হয়েছে সরকার কিংবা গণমাধ্যমে বিস্তারিত প্রকাশ করা হয়নি। উদ্যাপনের অংশ হিসাবে নানা কর্মসূচি রাখা হয়েছে। তবে এবার মিলিটারি প্যারেড বা সামরিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে না।
১৯২১ সালে প্রতিষ্ঠিত হয় চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি)। প্রতিষ্ঠাকালে এর সদস্য সংখ্যা ছিল মাত্র ৫৩ জন। বর্তমানে এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৫০ লাখে। সদস্য সংখ্যা ও স্থায়িত্বের দিকে বিশ্বের বর্তমান কমিউনিস্ট সরকারের চেয়ে ভালো অবস্থানে রয়েছে সিসিপি। ১৯৯১ সালে বিলুপ্ত হয়ে যাওয়ার আগ পর্যন্ত ৮৮ বছর ধরে টিকে ছিল রাশিয়া তথা সাবেক সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি। স্থায়িত্বের দিক দিয়ে সিসিপি রাশিয়ার কমিউনিস্ট পার্টিকে ছাড়িয়ে যাওয়ার পথে। ১৯৪৯ সাল থেকে ৭৪ বছর ধরে চীন শাসন করছে দলটি। সিসিপির চার বছর পর ১৯২৫ সালে কিউবা ও ভিয়েতনামে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশ দুটির সদস্য সংখ্যা যথাক্রমে দুই লাখ ও ৫২ লাখ। অন্যদিকে ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টির বর্তমান সদস্য প্রায় ৪০ লাখ।
গঠনগত দিক দিয়ে ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থা করছে সিসিপি। জাতীয় পর্যায়ে এর তিনটি অংশ রয়েছে : সেন্ট্রাল কমিটি, পলিটব্যুরো ও পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি। পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিই দলের সবচেয়ে শক্তিশালী শাখা। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ সাত বা নয় সদস্য দ্বারা গঠিত হয়। রাষ্ট্রের আরেক গুরুত্বপূর্ণ অংশ সেনাবাহিনী পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ) যা সিসিপির অধীনেই পরিচালিত হয়।
সম্পাদক :
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Related Keywords