নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 10 Jul 2021 10:09 AM BdST Updated: 10 Jul 2021 10:18 AM BdST বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে বাণিজ্য বিশেষজ্ঞ পিটার ডি হাসকে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। "); } পিটার ডি হাস শুক্রবার হোয়াইট হাউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনেট পিটার হাসের মনোনয়ন নিশ্চিত করলে তিনি আর্ল রবার্ট মিলারের উত্তরসূরি হিসেবে বাংলাদেশে দায়িত্ব নিতে আসবেন। মার্শা বার্নিকাটের পর আর্ল মিলার ২০১৮ সালে ঢাকায় যুক্তরাষ্ট্র মিশনের দায়িত্ব নিয়েছিলেন। বাইডেন বাংলাদেশের পাশাপাশি ভারত, ফ্রান্স, মোনাকো ও চিলিতেও নতুন রাষ্ট্রদূত মনোনীত করেছেন। ভারতে দায়িত্ব পাচ্ছেন লস এঞ্জেলেসের সাবেক মেয়র এরিক গারসেট্টি। বাংলাদেশে দায়িত্ব পেতে যাওয়া পিটার হাস এর আগে ভারতে যুক্তরাষ্ট্রের মুম্বাই মিশনে কাজ করেছিলেন। পেশায় কূটনীতিক হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক বিভাগে উপ সহকারী মুখ্য সচিবের দায়িত্বে রয়েছেন। মূলত বাণিজ্য বিষয়ক নানা দায়িত্ব পালন করে আসা হাস প্যারিসে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টে যুক্তরাষ্ট্রের উপমিশন প্রধানের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে। অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী পিটার হাস পড়াশোনা করেছেন লন্ডন স্কুল অব ইকোনমিকসে, ইলিনয়ের ওয়েসলিয়ন ইউনিভার্সিটিতে। তিনি ইংরেজি ছাড়াও জার্মান ও ফরাসি ভাষায় সাবলীল। '; adv2 = ' '; if(plength >=12){ position = `.custombody > p:nth-of-type(${parseInt(plength/3)})`; position2 = `.custombody > p:nth-of-type(${parseInt(2*plength/3)})`; //console.log("plength greater or equal 12: "+plength); $(adv).insertAfter(position); $(adv2).insertAfter(position2); dfpHead2(); googletag.cmd.push(function() { googletag.display("div-gpt-ad-1583412120279-0");googletag.display("div-gpt-ad-1583412120279-1");}); }else if(imglength > 10){ position = `#plainPicture > ul > li:nth-of-type(${parseInt(imglength/3)})`; position2 = `#plainPicture > ul > li:nth-of-type(${parseInt(2*imglength/3)})`; $(adv).insertAfter(position); $(adv2).insertAfter(position2); dfpHead2(); googletag.cmd.push(function() { googletag.display("div-gpt-ad-1583412120279-0");googletag.display("div-gpt-ad-1583412120279-1");}); }else if(plength ul > li:nth-of-type(${parseInt(imglength/2)})`; $(adv).insertAfter(position); dfpHead1();