রাশিয়ার ব&#x

রাশিয়ার বিরুদ্ধে বাইডেনের হুঁশিয়ারি


রাশিয়ার বিরুদ্ধে বাইডেনের হুঁশিয়ারি
শনিবার, ১০ জুলাই ২০২১
রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা প্রতিরোধে ওয়াশিংটন ‘যেকোনো ধরনের ব্যবস্থা’ নেবে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (৯ জুলাই) উভয় নেতার মধ্যে ফোনালাপের সময় বাইডেন এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফোনালাপের পর (সাইবার হামলার কারণে) রাশিয়াকে ফল ভোগ করতে হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘হ্যা’।
তবে গত মাসে যুক্তরাষ্ট্রে হওয়া ওই সাইবার হামলার পর ওয়াশিংটন রাশিয়ানদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেছে বলে করা বাইডেন প্রশাসনের দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জো বাইডেন। এরপর গত মাসে জেনেভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেন তিনি। সেই বৈঠকের পর শুক্রবারই প্রথমবারের মতো উভয় নেতা ফোনে কথা বলেন।
যুক্তরাষ্ট্রে সাইবার হামলার সংখ্যা ক্রমেই বাড়ছে। এমনকি সাম্প্রতিক একটি হামলা দেশটির এক হাজার ৫০০টি কোম্পানিকে কার্যত অকার্যকর করে দিয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার উভয় নেতা একে অপরের সঙ্গে দীর্ঘসময় ফোনে কথা বললেন।
পুতিনের সঙ্গে ফোনালাপের পর প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, ‘যখন রুশ ভূখণ্ড থেকে যুক্তরাষ্ট্রে সাইবার হামলার ঘটনা ঘটে, তখন ওয়াশিংটন আশা করতেই পারে যে, অপরাধীদের বিরুদ্ধে পুতিন প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। এমনকি হামলার কাজে রাষ্ট্র জড়িত না থাকলেও। আমি প্রেসিডেন্ট পুতিনকে এটাই স্পষ্ট করে বলে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করি যে- হামলাকারীর বিরুদ্ধে যথেষ্ট তথ্য দেওয়ার পর রুশ প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ এসময় হ্যাকারদের ব্যবহৃত সার্ভারে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলেন, ‘হ্যা’।
এদিকে শুক্রবার জো বাইডেনের সঙ্গে ফোনালাপের পর ক্রেমলিন জানিয়েছে, সাইবার হামলা নিয়ে তথ্য দেওয়া তো দূরের কথা মস্কোর সঙ্গে কোনো ধরনের যোগাযোগই করেনি যুক্তরাষ্ট্র।
প্রেসিডেন্ট পুতিনের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘অপরাধীদের কর্মকাণ্ড দমনে রুশ কর্তৃপক্ষ প্রস্তুত থাকলেও গত মাসে সাইবার হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো দফতর থেকে কোনো তথ্যই পায়নি মস্কো।’
তবে মস্কোর এই দাবি প্রত্যাখ্যান করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। বার্তাসংস্থা এএফপি’কে তিনি বলেন, ‘সাইবার হামলা নিয়ে কয়েকবার রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বাইডেন প্রশাসন।’
শেয়ার করুন:
আরও পড়ুন

Related Keywords

Moscow , Moskva , Russia , United States , United Kingdom , Washington , White House , District Of Columbia , Geneva , Genè , Switzerland , Kremlin , Russian , Vladimir Putin , States Cyber , Joe Biden , Russian Administration , Putin Administration , Putin Office , United Kingdom Press , Biden Administration , United States Cyber Assault , Russian President Vladimir Putin , United States Cyber , Dassault Country , President Biden , United States Assault Run , Friday Joe , Cyber Assault , President Putin Office , மாஸ்கோ , மோசிக்குவா , ரஷ்யா , ஒன்றுபட்டது மாநிலங்களில் , ஒன்றுபட்டது கிஂக்டம் , வாஷிங்டன் , வெள்ளை வீடு , மாவட்டம் ஆஃப் கொலம்பியா , ஜிநீவ , சுவிட்சர்லாந்து , கிரெம்ளின் , ரஷ்ய , விளாடிமிர் புட்டின் , மாநிலங்களில் சைபர் , ஓஹோ பிடென் , புட்டின் அலுவலகம் , ஒன்றுபட்டது கிஂக்டம் ப்ரெஸ் , ரஷ்ய ப்ரெஸிடெஂட் விளாடிமிர் புட்டின் , ஒன்றுபட்டது மாநிலங்களில் சைபர் , ப்ரெஸிடெஂட் பிடென் , வெள்ளி ஓஹோ ,

© 2025 Vimarsana