মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত দেড় বছর ধরে বিপর্যস্ত পুরো বিশ্ব। ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও এখনো ভাইরাসটির কবল থেকে পুরোপুরি মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরই মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এলো। বলা হচ্ছে, ২০ বছর আগেও ভাইরাসটি পৃথিবীতে আঘাত হেনেছিল। তখন এটি মূলত পূর্ব এশিয়া অঞ্চলের কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। খবর প্রকাশ করেছে সিএনএন।